বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল বর্তমানে তিন টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় রয়েছে। সেখানেই বিরাট কোহলিকে বড় সার্টিফিকেট দিলেন রাহুল দ্রাবিড়। দ্রাবিড় কোহলি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্যও সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন রাহুল দ্রাবিড়। ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করে দ্রাবিড় বলেছেন যে বিরাট কোহলি যখন টেস্ট ডেবিউ করেছিলেন তখন আমিও ভারতীয় দলে ছিলাম। গত দশ বছরে খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে কোহলি অনেক পরিণত হয়েছে।
বিরাট কোহলিকে একজন অসাধারণ খেলোয়াড় বলে উল্লেখ করেছেন দ্রাবিড়। মনে রাখা উচিত যে সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলি-কে নিয়ে বিতর্কের মধ্যেই রাহুল দ্রাবিড়ের এই বক্তব্য এসেছে। অনেকেই মনে করছেন যে যাবতীয় বিতর্ক থেকে বিরাটের মনোযোগ সরিয়ে নিতেই এমনটা করেছেন তিনি। কিছুদিন আগেই রোহিত শর্মাকে ওয়ান ডে দলের নতুন অধিনায়ক করা হয়েছে। রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া ১০ টি একদিনের ম্যাচ খেলেছে, যার মধ্যে দল জিতেছে ৮ টি। আইপিএলে রোহিতের নেতৃত্বে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল ৯৫ টি ম্যাচ একদিনের ম্যাচ খেলেছে। তার মধ্যে ৬৫ টি-তে তারা জয় পেয়েছে এবং ২৭ টি-তে হেরেছে। তবে তিনি তার অধিনায়কত্বে ভারতীয় দলকে কোনও আইসিসি ট্রফি জেতাতে পারেননি। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাদের পাকিস্তানের কাছে হারের মুখে পড়তে হয়েছিল। একই সময়ে, টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ পাকিস্তান তার তার অধীনস্ত ভারতীয় দলকে ১০ উইকেটে হারিয়েছিল, যে কলঙ্ক অন্য কোনও ভারত অধিনায়কের নেই।
ভারতীয় দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি বিশ্বের অন্যতম বড় ব্যাটসম্যান। তিনি আগ্রাসী ব্যাটিং করতে পছন্দ করেন। তিনিই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি তিনটি ফরম্যাটেই ৫০টি ম্যাচ জিতেছেন। তার ভক্তরা তাকে আদর করে চেস মাস্টার বলে ডাকে। ভারতের হয়ে অধিনায়কত্ব করতে গিয়ে ৯৭ টি টেস্টে ৭৮০১ রান আছে তার।