জলের নিচে সাক্ষাৎ “মারণাস্ত্র”! চালক ছাড়াই নিঃশব্দে ধ্বংস করবে শত্রু, সবাইকে চমকে দিল DRDO

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দিন দিন শক্তিবৃদ্ধি করছে ভারতীয় সেনাবাহিনী (Indian Navy)। দেশের সেনাকে ভারত সরকার ‘আত্মনির্ভর’ ভাবে গড়ে তুলতে দেশের মধ্যেই বিভিন্ন অস্ত্র তৈরি করা হচ্ছে। সীমান্তে শক্তি বাড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ এবং সমুদ্র পথেও আরো মজবুত করা হচ্ছে সেনার ক্ষমতা। আর এবার জলপথে বড় সাফল্য পেল ভারত।

জলের তলায় AUV র সফল পরীক্ষা ভারতের Indian Navy) ডিআরডিওর

জলের নীচে AUV এর সফল পরীক্ষা সম্পন্ন করল ডিআরডিও। অটোনমাস আন্ডারওয়াটার ভেহিকল বা AUV। সমুদ্রে নজরদারি চালানোই এই যানের মূল উদ্দেশ্য। সম্প্রতি প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ওরফে ডিআরডিও এই যানের সফল পরীক্ষা করেছে। জলের তলায় কোনো রকম বাধা ছাড়াই সঠিক ভাবে কাজ করছে এই যান।

DRDO tested this underwater weapon for Indian Navy

কী কাজ এই যানের: ভারতীয় সেনায় বড় ভূমিকা পালন করবে এই AUV। জলের নীচে কোনো রকম চালক ছাড়াই চলতে পারে এই যান। শুধু তাই নয়, নিজের গভীরতা এবং দিক নিজেই নির্ধারণ করতে পারে এই বিশেষ যানটি। নৌবাহিনীর (Indian Navy) চাহিদার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই যানটি, যা সমুদ্রে নজরদারি চালাতে সাহায্য করবে।

আরো পড়ুন : ব্যাঙ্ককের মানুষদের এইভাবে ধোঁকা? ভূমিকম্পই খুলে দিল চিনের মুখোশ, বড় অ্যাকশন সরকারের

রয়েছে দারুণ বৈশিষ্ট্য: অটোনমাস আন্ডারওয়াটার ভেহিকল উপকূলে নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে। ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) জন্য খুবই সুবিধাজনক হয়ে উঠবে এই যানটি। সমুদ্রে শত্রুপক্ষের কার্যকলাপ পর্যবেক্ষণ করা থেকে উদ্ধার অভিযান চালানোর ক্ষেত্রেও সুবিধা হবে AUV এর দৌলতে।

আরো পড়ুন : দুর্নীতির কারণে ১৪ বছরের কারাদণ্ড! জেলবন্দি অবস্থাতেই নোবেল শান্তি পুরস্কার পাবেন ইমরান খান?

জলের তলায় এতটাই নিঃশব্দ চলন এই যানের যে তা টেরও পাওয়া যায় না। জলের নীচ থেকেও নৌঘাঁটির সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবে AUV। উল্লেখ্য, এখনো পর্যন্ত বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশেই রয়েছে এই উন্নত প্রযুক্তি। আর এবার তা ভারতের হাতেও চলে এল।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X