বাংলাহান্ট ডেস্ক: চাকুরিজীবীরা প্রায়ই একটা সমস্যার মুখোমুখি হন। ছুটির দিনেও তাঁদের কাছে অফিসের ফোন বা মেসেজ এসে থাকে। যা কেউই পছন্দ করেন না। কিন্তু এমনটা ঘটেই থাকে। এ বার এই সমস্যার সমাধান করতে ফ্যান্টাসি স্পোর্টস সংস্থা ‘ড্রিম ১১’ (Dream 11) পদক্ষেপ নিয়েছে।
তাদের কর্মীদের ছুটির দিনে অফিসের ফোন থেকে মুক্তি দিতে দুর্দান্ত একটি নীতি এনেছে তারা। ড্রিম ১১-এর তরফে ঘোষণা করা হয়েছে, ছুটির দিনে কোনও কর্মীকে বিরক্ত করা যাবে না। কেউ সেটা করলে তাঁকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। কর্মীরা যাতে ভাল ভাবে ছুটি কাটাতে পারেন, সে জন্য এই ব্যবস্থা এনেছে সংস্থা।
নতুন এই নীতির নাম রাখা হয়েছে ‘আনপ্লাগ’। এই নীতি অনুসারে, কর্মীরা অফিসের ফোন, মেসেজ বা ইমেল ছাড়া নিশ্চিন্তে ছুটি কাটাতে পারবেন। এই সময়ের মধ্যে তাঁদের কোনও ভাবেই বিরক্ত করা হবে না। ছুটির মধ্যে তাঁরা সম্পূর্ণ ব্যক্তিগত সময় কাটাতে পারবেন। এর মাধ্যমে তাঁরা নিজেদের পরিবারকেও সময় দিতে পারবেন।
সংস্থার মালিক হর্ষ জৈন ও ভাবিত শেঠ জানিয়েছেন, ‘আনপ্লাগ’-এর সময়ে কোনও কর্মী অন্য কোনও কর্মীর সঙ্গে যোগাযোগ করলে তাঁকে জরিমানা দিতে হবে। জরিমানার অঙ্কটাও যথেষ্ট বেশি, প্রায় ১ লক্ষ টাকা। তাঁরা জানিয়েছেন, সংস্থার প্রতিটি কর্মীরই এই সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। সংস্থা যাতে কোনও কর্মীর উপর নির্ভর না করে, সেটা কার্যকর করতেই এই নীতি আনা হয়েছে।
ড্রিম ১১-এর নতুন এই নীতির ফলে খুশি হয়েছেন কর্মীরা। তাঁরা জানিয়েছেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। এই এক সপ্তাহ সময় তাঁদের অফিস থেকে কোনও ফোন, মেসেজ বা ইমেল করা হবে না। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল রাখতে এই পদক্ষেপ জরুরি বলে জানিয়েছেন এক কর্মী। এই নীতির ফলে কর্মীরা এমন জায়গায় ছুটিতে যেতে পারেন যেখানে নেটওয়ার্কের সমস্যা রয়েছে। অফিসের ফোন ধরতে না হলে নির্বিঘ্নে ছুটি কাটাতে পারবেন তাঁরা।