‘মদ খান, ধূমপান করুন, তামাক খান কিন্তু..’, প্রকাশ্য সভায় বেফাঁস BJP সাংসদ! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ জল সঙ্কট এবং সংরক্ষণকে কেন্দ্র করে একটি সভায় অংশগ্রহণ করেন বিজেপি (Bharatiya Janata Party) সাংসদ; অথচ জলের গুরুত্ব বোঝানোর পরিবর্তে তিনি সাধারণ মানুষকে ‘মদ ও সিগারেট’ খাওয়ার পরামর্শ দিয়ে বসলেন, যা কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)।

সম্প্রতি জল সঙ্কট এবং সংরক্ষণ বিষয়কে কেন্দ্র করে একটি সভার আয়োজন করা হয়, যেখানে যোগদান করেন বিজেপি সাংসদ জনার্দন মিশ্র। এক্ষেত্রে জলের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, “ভূগর্ভস্থ জল বাঁচাতে হবে, নাহলে ভবিষ্যৎ প্রজন্ম বিপদে পড়বে।” তবে এরপরেই মদ এবং সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। এ ঘটনার একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ভাইরাল হয়ে চলেছে।

উল্লেখ্য, সভায় উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে বিজেপি নেতা বলেন, “ভূগর্ভস্থ জল শেষ হয়ে আসছে। তা না বাঁচালে ভবিষ্যৎ প্রজন্ম বিপদে পড়বে। মদ্যপান করুন, ধূমপান করুন, তামাক খান, কিন্তু দয়া করে জলের গুরুত্ব বুঝুন।”

জনার্দনবাবু আরো বলেন, “বর্তমান সময় দাঁড়িয়ে জলাশয়গুলি শুকিয়ে যাচ্ছে। মানুষ নলকূপের ব্যবহার এত বেশি করছে যে, ভূগর্ভস্থ জল ক্রমশ শেষ হওয়ার পথে। এই পরিস্থিতিতে অতিরিক্ত জল ব্যবহার করার পাশাপাশি যদি ব্যবহৃত সেই জলকে ভুগর্ভে না ফেরানো যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বিপদের মুখোমুখি হবে। যেখানে খুশি আপনারা অর্থ অপচয় করতে পারেন। তাহলে সবার প্রথমে জল সংরক্ষণে অর্থ বিনিয়োগ করা প্রয়োজন।”

bjp flag pti 1652270972 1

এক্ষেত্রে মদ্যপান এবং ধূমপান নিয়ে মন্তব্য করলেও বক্তব্যের শেষে অবশ্য তিনি বলেন, “নেশা করা ভালো নয়, কিন্তু বারণ করা সত্ত্বেও অনেক মানুষ তা কানে তোলে না।” তবে এক্ষেত্রে মদ-সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বিজেপি নেতার মন্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়ে চলেছে সর্বত্র।

Sayan Das

সম্পর্কিত খবর