মদ খেয়ে গাড়ি চালালে এবার ১০হাজার টাকা জরিমানা, লাইসেন্স বাতিল

Published On:

বাংলা হান্ট ডেস্ক ঃসাম্প্রতিক সাংসদের মোটর ভিকেলস নতুন আইন পাস হলো।এর ফলে পুরনো আইন এর থেকে আরও কঠোর হলো পথ নিরাপত্তা আইন।

সেই পরিপ্রেক্ষিতে আগে মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালালে দুই হাজার টাকা জরিমানা করা হতো এবং তিন মাসের জন্য লাইসেন্স বাতিল করা হতো এবার সেই বিলে প্রায় ১০হাজার টাকা জরিমানা এবং লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি বিল পাস করা হয়েছে।

ফলে যারা মদ্যপ অবস্থায় গাড়ি চালাবে তাদের ক্ষেত্রে বেশ কিছুটা করা হল এই নতুনআইন।
সাম্প্রতিক কলকাতায় দিকে দিকে নাকা তল্লাশি চলছে এবং যারা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছেন কলকাতা পুলিশ।

শুধু মদ খেয়ে নয়। হেলমেট বিহীন বাইক চালালেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পরীক্ষা নেওয়া হবে এবং যদি কোন দুর্ঘটনা কেউ মারা যায় তাহলে তার টাকার পরিমান বাড়ানো হবে বলে এই আইনে উল্লেখ করা হয়েছে। এখন দেখার বিষয় এই আইনে ফলে কতটা মানুষের জীবন আরো সুরক্ষিত হয়।

X