ঠান্ডা, বৃষ্টিতে গাড়ির কাঁচে জমবে না কুয়াশা বা জল! ম্যাজিকের মতো কাজ করবে ২৬৯ টাকার এই ডিভাইস

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বাড়ছে যানবাহনের (Vehicles) সংখ্যা। এমতাবস্থায়, সঠিক এবং নিরাপদ ভাবে গাড়ি চালানোর লক্ষ্যে বিভিন্ন যুগোপযোগী জিনিস সামনে আসছে। যার ফলে গাড়িতে সফর করা আরও সহজ হয়ে উঠছে। বর্তমান প্রতিবেদনেও আজ আমরা ঠিক সেইরকমই এক দুর্দান্ত জিনিসের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই।

এমনিতেই বর্তমানে দেশে শীতের প্রভাব ভালোভাবে পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি সকালবেলায় থাকছে কুয়াশার দাপটও। এই পরিস্থিতিতে গাড়ি চালানোর ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হয়। কারণ, কুয়াশার কারণে গাড়ি চালানোর ক্ষেত্রে হয় অসুবিধে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে এই কুয়াশা বড় দুর্ঘটনার কারণও হয়ে দাঁড়ায়।

Drive safely in rainy or foggy days by using this item

মূলত কুয়াশার ফলে, উল্টো দিক থেকে আসা গাড়ি যেমন দেখা যায় না ঠিক তেমনি চলন্ত গাড়ির কাঁচও ঝাপসা হয়ে যায়। যার জন্য বারংবার সেটিকে পরিষ্কার করে ফেলতে হয় চালকদের। তাই, এই সমস্যার সমাধানের লক্ষ্যে একটি দুর্দান্ত উপায় সামনে এসেছে। যেটি হল গাড়ির একটি অত্যন্ত সস্তার অ্যাক্সেসারি। যেটি ইতিমধ্যেই বাজারে আলোড়ন তৈরি করেছে।

আরও পড়ুন: ভারতে হবে অলিম্পিক, বিড থেকে শুরু করে সবকিছুতেই সাহায্য করবে ফ্রান্স! বড় বার্তা ম্যাক্রোঁর

আসলে এই অ্যাক্সেসারিটির সাহায্যে আপনি কুয়াশার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। পাশাপাশি, এর মাধ্যমে গাড়ির কাঁচে আটকে থাকবে না জলও। এবারে প্রশ্ন উঠতে পারে, এই অ্যাক্সেসারিটির নাম কি? জানিয়ে রাখি যে, এটির নাম হল অ্যান্টি ওয়াটার ফিল্ম স্টিকার। যা আপনাকে কেবল গাড়ির কাঁচে আটকে রাখতে হবে। এর ফলে আপনার গাড়ির কাঁচে জল বা কুয়াশা জমবে না এবং আপনি সহজেই গাড়ি চালাতে পারবেন।

আরও পড়ুন: ফের প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর! আগামী মাসেই বদলে যাচ্ছে ৫ টি বড় নিয়ম, জানুন বিস্তারিত

দাম মাত্র এত টাকা: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই গুরুত্বপূর্ণ অ্যাক্সেসারিটি নামমাত্র দামে পাওয়া যায়। আর সেই কারণেই এটি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। এই অ্যাক্সেসারিটির দাম মাত্র ২৬৯ টাকা এবং আপনি এটি যেকোনো ই-কমার্স ওয়েবসাইট বা আপনার কাছাকাছি থাকা কোনো বাজার থেকেও কিনতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর