বাংকাহান্ট ডেস্কঃ দেশজুড়ে মারণ ভাইরাস করোনা (Corona) জাঁকিয়ে বসেছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে হুহু করে। দিনে দিনে রেকর্ড সৃষ্টি কারী করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে সরকার। এমন সংকটজনক পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসছেন দেশ-বিদেশের তারকা থেকে আন্তর্জাতিক মহল। থেমে নেই আমজনতারাও।
দেশজুড়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে এখন অন্তরায় হয়ে দাঁড়িয়েছে অপর্যাপ্ত অক্সিজেন, শয্যা ও ওষুধের আকাল। সবমিলিয়ে দেশের স্বাস্থ্য পরিকাঠামো বিপর্যস্ত বলা যেতে পারে। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে সাধারণ মানুষও সাধ্যের মধ্যে সাহায্যের হাত বাড়াচ্ছেন। নেটিজেনদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চোখ রাখলেই চিকিৎসা সংক্রান্ত একাধিক সরঞ্জামের ঠিকানা এখন অহরহ দেখতে মিলছে। বাস্তবে যা থেকে উপকৃতও হচ্ছেন রোগীর পরিজনরা।
করোনা পরিস্থিতি এরাজ্যেও ভালো নয়। লাগামছাড়া হারে বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ। বিশেষজ্ঞরাও এরাজ্যে করোনা ভয়াবহতার ভবিষ্যৎবাণী করছে। তবে পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। সেফ হাউস থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মজুতের বন্দোবস্ত করা হচ্ছে বলে সরকারের তরফে জানানো হয়। তদুপরি চিকিৎসার গাফিলতির খবর অহরহ চোখে মিলছে। অন্যদিকে খবরের শিরোনামে চোখ রাখলে রোগীদের চিকিৎসার জন্য যথেচ্ছ পরিষেবারও অভাবের নজির মিলছে।
এমন পরিস্থিতি এবার এগিয়ে এলেন এক গাড়ি চালক। তিনি নিজের ফেসবুক পেজে মানুষকে সাহায্যের আশ্বাস দিয়ে জানান, ‘আমি শুভেন্দু সরকার, বেহালা নিবাসী, আমি একজন গাড়ি চালক, এই মহামারী তে আপনারা যদি কেউ অসুস্থ হয়ে থাকেন এবং আপনার দের নিজের গাড়ি আছে কিন্তু কেউ হসপিটালে নিয়ে যেতে চাই ছে না। তাহলে আমায় ফোন করতে পারেন, আমি এগিয়ে আসবো আপনাদের জন্য ।
আমার ফোন নম্বর ৯৯০৩০৭৭০৯৮’।
শুভেন্দু সরকারের এহেন পদক্ষেপে প্রশংসার বন্যা বইছে তাঁর ফেসবুক পেজের কমেন্ট বক্সে। কেউ তাঁকে এই কাজের জন্য কুর্ণিশ জানাচ্ছেন, তো কেউ বলছেন আপনার জয় হোক, আবার কেউ তো এও বলছেন, ‘আপনার মতন কিছু মানুষের জন্যই পৃথিবীটা ঠিক আছে।’