বাংলাহান্ট ডেস্কঃ মাছ ধরতে ভালবাসেন কিন্তু লকডাউনের কারনে মাছ ধরতে যেতে পারছেন না, এমন লোকের সংখ্যা কম নয়। তাদেরই একজন অস্ট্রেলিয়ার যুবক স্যাম রোমিও। ২৯ বছরের এই যুবকের মাছ ধরার ভিডিও ইতিমধ্যেই নেট পাড়ায় ঝড় তুলেছে।
যে মুহুর্তে অস্ট্রেলিয়ায় লকডাউন ঘোষনা হয় তখন স্যাম তার বন্ধুর বাড়ি সিডনিতে ছিলেন। বন্ধুর বাড়িতে তিনি সমুদ্রে মাছ ধরবেন স্থির করেন। কিন্তু লকডাউনে মাছ ধরবেন কিভাবে? স্যামের বুদ্ধি তাক লাগাবে অনেককেই। তিনি তার ড্রোনটির এক প্রান্তে টোপ সংযুক্ত করে সমুদ্রের দিকে উড়িয়েছিলেন। তিনি প্রায় 30 মিনিট ড্রোনটি উড়িয়ে স্যাম একটি ছোট সাদা মাছ ধরতে সক্ষম হন।
https://www.instagram.com/p/B_JSLLqBnb7/?igshid=hcf4xat0ci8l
সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই স্যামের বুদ্ধির তারিফ করছেন নেটিজেনদের অনেকেই। অনেকেই মন্তব্য করেছেন, এভাবেও মাছ সম্ভব করা যায় তা ভাবনারও অতীত।
https://www.instagram.com/p/B933wWshMuK/?igshid=17arzy6iek2ks
https://www.instagram.com/p/m965koOzlv/?igshid=14fwelgm66c8s
পরিস্থিতি সবচেয়ে খারাপ হতে পারে, বিশ্বজুড়ে অবস্থা সত্যিই ভয়াবহ হতে পারে তবে কিছু লোক এখনও তাদের জীবনের সেরা সময়টি কাটাচ্ছেন। লোকেরা ঘরে ফিরে থাকতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তবু স্যামের মত উদ্ভাবনী শক্তির লোকেরা সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেদের শখ পূরণ করে চলেছেন।