টাকার ভাগ নিয়ে দুই মদ্যপ পুলিশ কর্মীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব! ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার খাঁকি পোশাককে অপমান করার ঘটনা প্রকাশ্যে এসেছে উত্তরপ্রদেশের জালাউনে। সম্প্রতি জালাউনে এক কনস্টেবল এবং হোম গার্ডের মধ্যে মারামারির ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দুই পুলিশ কর্মী নিজেদের মধ্যে এমনভাবে মারামারি করছেন যেন তারা একে অপরের চরম শত্রু। বিষয়টি নজরে আসার পর কনস্টেবল ও হোম গার্ডকে সাসপেন্ড করা হয়েছে।

ওই ভাইরাল ভিডিওতে দেখা যায়, কর্মরত কনস্টেবল এবং হোম গার্ড সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং উভয়েই একে অপরের দিকে লাথি, ঘুষি ও চড় ছুঁড়তে শুরু করে। এ সময় পথচারীরা হামলার ভিডিও তৈরি করে ভাইরাল করে। ভিডিও ভাইরাল হওয়ার পর কনস্টেবল এবং হোম গার্ড দুজনকেই সাসপেন্ড করা হয়েছে।

ঘটনাটি জালাউনের রামপুরা শহরের। জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে তারা দুজনই মদ্যপ অবস্থায় গাড়িতে করে ডিউটিতে যাচ্ছিলেন। এরপর টাকা ভাগাভাগি নিয়ে দুজনের মধ্যে বিরোধ হয়। তাদের মধ্যে টাকা বণ্টন নিয়ে মতপার্থক্য ছিল। পরে হাতাহাতি শুরু হয়। গাড়িতে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা বিষয়টিতে হস্তক্ষেপ করে দুজনকে আলাদা করে দেন।

jpg 20220906 114856 0000

হোম গার্ড জানিয়েছেন, একটি উদ্ধারের ঘটনায় তিনিও কনস্টেবলের সঙ্গে ছিলেন। কিন্তু টাকা চাইলে ওই কনস্টেবল গালিগালাজ ও মারধর শুরু করে। এ ক্ষেত্রে জালাউনের এসপি জানান, কনস্টেবল ও হোম গার্ডের মধ্যে সংঘর্ষের বিষয়টি তার নজরে এসেছে। মামলার তদন্তভার সিও মাধৌগড়কে দেওয়া হয়েছে। কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে এবং হোম গার্ডকে হোম গার্ড অফিসে ফেরত পাঠানো হয়েছে। হোমগার্ড কমান্ড্যান্টকে চিঠি দিয়ে হোমগার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ধরনের অসভ্যতা ও অসদাচরণ বরদাস্ত করা হবে না।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর