বাদ মমতা! নীতিশের মোদী বিরোধী যুদ্ধে নাম নেই বাংলার মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : লোকসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে দেশের সব দলই। বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নিতিশ কুমারও (Nitish kumar) সোমবার থেকেই শুরু করে দিলেন মিশন ২০২৪। আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির (Narendra Modi) গেরুয়া আগ্রাসনকে পরাস্ত করতে তিনি বিরোধী দলগুলিকে একজোট করার চেষ্টা চালাবেন এমনই জানিয়েছিলপন আগেই। সেই উদ্দেশ্যেই সোমবার দিল্লি (Delhi) পৌঁছন তিনি। নিতিশ আপাতত রাজধানীতে থাকবেন বেশ কয়েকটা দিন।

দলীয় সূত্রে জানা যাচ্ছে, আজ মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে। এছাড়া, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, সিপিআইএমএম-এর দীপঙ্কর ভট্টাচার্য, প্রমুখের সঙ্গেও তাঁর আজ বৈঠক রয়েছে নিতিশের। আগামী কয়েকদিনে আরও একাধিক নেতার সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁর।

sadhu.jpg

তবে ইতিমধ্যেই নিতিশের (Nitish kumar) এই সফর নিয়ে দুটি বিষয় নিয়ে জোর চর্চা শুরু হয়েছে দেশের রাজনৈতিক মহলে। প্রথমত, মোদী বিরোধী জোটের সঙ্গী হিসাবে নীতীশের তালিকায় এখনও পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। এবং দ্বিতীয়ত কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে নীতীশের (Nitish kumar) মিশন কতটা সফল হবে তা নিয়ে রয়েছে সন্দেহ। কেজরিওয়াল ইতিমধ্যেই ঘোষণা করেছে আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে একাই লড়বেন বিজেপির বিরুদ্ধে। আপের দাবি, কেজরিওয়ালই এই পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি।

এদিকে জনতা দল ইউনাইটেডও দাবি করছে প্রধানমন্ত্রী পদের জন্য যোগ্য নিতিশই। যদিও নিতিশ আবার দাবি করেন, তিনি প্রধানমন্ত্রী হতে চান না। বরং দেশকে একজন আদর্শ প্রধানমন্ত্রী উপহার দেওয়াই তাঁর লক্ষ্য। এই অবস্থায় আজ কেজরিওয়ালের সঙ্গে নিতিশের বৈঠকের প্রধান উদ্দেশ্যই হল দিল্লির মুখ্যমন্ত্রীকে কংগ্রস-সহ বাকি বিরোধী শিবিরের আওতায় আনা। নিতিশ এই উদ্দেশ্যে কতটা সফল হবেন তা সময়ই বলবে।

এদিকে প্রশ্ন উঠছে, নিতিশের (Nitish kumar) তালিকায় কেন নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম? জনতাদল ইউনাইটেড সূত্রে বলা হয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী এই মুহুর্তে জাতীয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকেই তিনি বিরোধী জোট নিয়ে আর কোনও কথা বলেন না। কংগ্রেসের সঙ্গে বিরোধের কারণে উপরাষ্ট্রপতি নির্বাচনেও ভোটদান থেকে বিরত থাকে তৃণমূল। তৃণমূলের অন্য কোনও নেতার সঙ্গে নিতিশের (Nitish kumar) কথা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাছাড়া, নিতিশের সঙ্গে মমতার বহু পুরনো সম্পর্ক। নীতীশ কথা বললে সরাসরি মমতার সঙ্গেই বলবেন।

এদিকে, ২০১৪-র লোকসভা ভোটের আগে সনিয়া ও রাহুল গান্ধী চেয়েছিলেন চেয়েছিলেন নিতিশকে বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী মুখ করতে। নিতিশ তখন সদ্যই মোদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার বিরোধিতা করে বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন। কিন্তু লালুপ্রসাদ তখন নিতিশের বিষয়ে আপত্তি জানায়। জার জেরে বিফল হয় কংগ্রেসের পরিকল্পনা।

1600x960 1278744 arvind kejriwal

এই মুহুর্তে বিজেপির সঙ্গে কংগ্রেসকেও নিশানা করে আক্রমণ করছেন কেজরিওয়াল। আগামীকাল শুরু হচ্ছে কেজরিওয়ালের ভারতযাত্রার কর্মসূচি। ‘মেক ইন্ডিয়া নাম্বার ওয়ান’ ডাক দিয়ে কাল হরিয়ানা থেকে যাত্রা শুরু করবেন দিল্লির মুখ্যমন্ত্রী। মজার বিষয় হল, প্রায় চার মাস আগে কংগ্রেস ঘোষণা করে ৭ সেপ্টেম্বর থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রার সূচনা হবে। তিন মাস ধরে মোট সাড়ে তিন হাজার কিলোমিটার পথ হাঁটবেন রাহুল। কিন্তু মাত্র সাতদিন আগে কেজরিওয়াল তাঁর ভারত যাত্রার ডাক দিয়ে রাহুলকেই চ্যালেঞ্জ জানিয়ে বসেন। শুধু ভারত যাত্রাই নয়, কেজরি ঘোষাণ করেন, গুজরাতের আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেসকে টপকে আপকে দ্বিতীয় স্থানে তুলে আনাই তাঁর প্রধান লক্ষ্য।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর