বাংলা হান্ট ডেস্ক : গায়ে শীতের পোশাক, কানে মাফলার, পায়ে নতুন জুতো। এমনভাবেই স্কুলের বাইরে পড়ে রইলেন হিন্দি বিভাগের শিক্ষক। এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই হকচকিয়ে গেছেন এলাকার মানুষজন। প্রাথমিকভাবে সকলেই মনে করেন, তিনি হয়ত অসুস্থ হয়ে পড়েছেন। কেউ কেউ তো ডাক্তারেরও খোঁজ করতে থাকেন। তবে কাছে গিয়ে জানা গেল আসল গল্প।
প্রসঙ্গত উল্লেখ্য, অবাক করা এই ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ শনিবার। বর্ধমান (Bardhaman) শিবকুমার হরিজন প্রাথমিক বিদ্যালয়ের (Shibkumar Harijan Primary School) সামনেই ঘটে এমন অভাবনীয় ঘটনা। সূত্রের খবর, গত শনিবার হিন্দি বিভাগের শিক্ষক জয়রাম সিং-কে এমনভাবে স্কুলের সামনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। প্রথমে অসুস্থ মনে করলেও পরে আসল কারণ জানা যায়।
কাছে গিয়ে দেখতেই বোঝা যায়, আকণ্ঠ মদ খেয়ে ওভাবে পড়ে আছেন তিনি। মুখ থেকে আসছে মদের গন্ধ। উঠিয়ে দিলে টল টল করছে পা। হিন্দি শিক্ষকের এমন আচরণে কার্যত হতভম্ব আম জনতা। অভিভাবকরা গিয়ে ভিড় জমান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার মালিকের অফিসে। সেখানে গেলে জানা যায়, এটাই প্রথম নয়, এর আগেও এমন আচরণ করেছেন তিনি।
আরও পড়ুন : সেতুতেই তৈরি হবে সৌরবিদ্যুৎ! দ্বারকায় দীর্ঘতম কেবল ব্রিজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, চমকে দেবে বৈশিষ্ট্য
অশোক কুমার মালিক বলেন, ‘ হামেশাই মদ্যপ অবস্থায় স্কুলে আসেন এই শিক্ষক। তবে এই বিষয়ে জেলা স্কুল পরিদর্শকেও জানানো হয়েছে। ডি আই অফিস থেকে জয়রামবাবুকে ডেকেও ছিলেন। তিনি সেখানে ক্ষমাও চান। পাশাপাশি এটাও জানান, যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না।’ জানা যায়, অনেক সময় তার উৎপাতের কারণে দরজা অবধি বন্ধ রাখতে বাধ্য হয় স্কুল কর্তৃপক্ষ।
আরও পড়ুন : ‘BJP পশ্চিমবঙ্গে ভালো ফল করবেই’, সন্দেশখালির প্রভাব ভোটবাক্সে? বড় মন্তব্য প্রশান্ত কিশোরের
মদ্যপ অবস্থায় স্কুলে গেলে পড়ুয়াদের সাথে দুর্ব্যবহার করে থাকেন তিনি। পড়ুয়াদের মুখে জিনিসপত্র অবধি ছুঁড়ে মারেন তিনি। সবকিছু জানার পর শিক্ষকের নিন্দায় সরব হয়েছেন অভিভাবকরা। অভিভাবকদের কথায়, যে শিক্ষকরা সমাজ গড়ার কাণ্ডারি তারাই যদি এমন মদ্যপ অবস্থায় স্কুল আসেন তাহলে পড়ুয়ারা কি শিখবে? চারিদিকে উঠেছে নিন্দার ঢেউ।