বাংলা হান্ট ডেস্কঃ অবলা প্রাণী তাদের যন্ত্রণা জানাতে পারে না। কিন্তু তা বলে তাদের বিনা কারণে নির্মমভাবে হত্যা করা যায় না। কিন্তু কখনো কখনো মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে। এরকমই একটি ঘটনা ঘটল ছত্রিশগড়ের বিলাসপুরের মোপকা চক এলাকায়। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ইচ্ছাকৃতভাবে একটি গর্ভবতী গরুকে ট্রাক্টরের চাকার তলায় পিষে দেয় এক যুবক।
জানা গিয়েছে, গতরাতে প্রায় এগারোটার সময় নির্জন রাস্তায় মদ্যপ অবস্থায় ট্রাক্টর নিয়ে ফিরছিল ওই অভিযুক্ত যুবক। এসময় মোপকা চকের কাছে গরুটির উপর দিয়ে বীভৎস গতিতে ট্রাক্টর চালিয়ে দেয় সে। প্রথমে অবশ্য গরুটি মারা যায়নি। সামনের চাকার আঘাত কোনভাবে সামলিয়ে নিয়েছিল গরুটি। কিন্তু তারপর একই গতিতে পিছনের চাকা দিয়েও গরুটিকে পিষে দেয় চালক। ঘটনাটি ধরা পড়ে একটি সিসিটিভি ফুটেজে। আর সেই সূত্র ধরেই সরকান্দা থানায় অভিযোগ দায়ের করেন গরুটির মালিক মিথিলেশ এবং নিমলেশ পান্ডে।
The man who has carried out this unimaginable cruelty is, ironically, 'Ishwar'. Far from being worshipped, status of the cow in India today is that it's a target of mockery, hate, extreme cruelty. Some do it in name of religion while others, politicspic.twitter.com/9KWdwb5VJa
— Swati Goel Sharma (@swati_gs) June 9, 2021
তাদের দাবি, গরুটিকে ইচ্ছে করেই হত্যা করে ওই ব্যক্তি। শনিবার রাতে ঘর থেকেই তারা কুকুরের কান্নার আওয়াজ শুনতে পান, সকালে বাইরে বেরিয়ে দেখেন রাস্তা রক্তে ভেসে যাচ্ছে এবং পাশেই পড়ে রয়েছে গরুটির মৃতদেহ। এরপর এই পাশের বাড়ি সিসিটিভি ফুটেজ থেকে নীল রঙের ওই ট্রাক্টর এবং তার চালকের কর্মকাণ্ড দেখতে পান তারা। এরপর অভিযোগ দায়ের করা হয় থানায়।
জানা গিয়েছে হত্যায় ব্যবহৃত ওই ট্রাক্টরটির মালিক সোনু যাদব নামের এক যুবক। তবে তিনি জানান তিনি তখন ট্রাক্টর চালাচ্ছিলেন না। বরং ট্রাক্টরটি চালাচ্ছিল ঈশ্বর ধ্রুব নামের এক নতুন চালক। এরপর রবিবার সন্ধ্যেবেলা খামরাটি থেকে ঈশ্বরকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তার অপরাধ স্বীকার করে নিয়েছে। এরইমধ্যে প্রাণিসম্পদ আইন বিভাগের শীর্ষ কর্তাদের তরফেও সরকান্দা থানায় ঈশ্বরের কঠোর শাস্তির দাবিতে মামলা দায়ের করা হয়েছে।