হাসপাতালের মধ্যেই আসর, প্রসূতি বিভাগে মদের বোতল ভাঙায় তুলকালাম কাণ্ড! কাঠগড়ায় কর্তৃপক্ষ

বাংলাহান্ট ডেস্ক : ধুন্ধুমার কাণ্ড এগরা হাসপাতালে। অভিযোগ হাসপাতালের প্রসূতি বিভাগের ভেতরে মদের বোতল হাতে ঢুকে পড়ে এক কর্মী। নেশার ঘোরে তখন তাঁর হুঁশই নেই। টলমল করছে পা। সেই সমই হাত থেকে কাঁচের তৈরি মদের বোতল মাটিতে পড়েই ভেঙে যায়। এতেই ঘটে বিপত্তি! মদের বিকট গন্ধে তিতিবিরক্ত হয়ে ওঠেন রোগীরা। গন্ধ সহ্য করতে না পেরে বাইরে বেরিয়ে যান অনেকেই। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের এগরা হাসপাতালে।

জানা যাচ্ছে, বুধবার রাত ১১টা নাগাদ প্রসূতি বিভাগের মধ্যে কাঁচ ভাঙার একটি বিকট শব্দ হয়। শব্দ শুনেই ভয়ে কেঁপে উঠেন রোগীরা। এই আওয়াজ শুনে বাইরে থেকে ছুটে যান অনেকেই। তাঁরা ভিতরে গিয়ে দেখেন মদের বোতল ভেঙে চুরমার হয়ে পড়ে রয়েছে প্রসূতি বিভাগের ভিতরেই।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে জানান, হাসপাতালেরই এক কর্মী এই বোতল নিয়ে যাওয়ার সময় দেওয়ালে ধাক্কা খেয়ে হাত থেকে ফেলে দেন। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। প্রসূতিদের পরিবারের অভিযোগ, আজকাল হাসপাতালের মধ্যেই বসছে মদের আসর। সবাই সব কিছু জেনেও চুপচাপ আছে।

খবর পেয়ে এগারা থানার পুলিশ আসে। পরিস্থিতি সামাল দেয় তারা। প্রায় ঘণ্টাখানেক ধরে হাসপাতালে বিক্ষোভ চালায় প্রসূতিদের পরিবারের লোকজন। তবে এই বিষয়ে হাসপাতালের আধিকারিকরা কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। প্রসঙ্গত, কিছুদিন আগেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির কাটা হাত মুখে নিয়ে ঘুরে বেড়ায় সারমেয়। আর কাল প্রসূতি বিভাগে ভাঙল মদের বোতল। সরকারি হাসপাতালের কর্মীদের গাফিলতি চিত্র বারবার উঠে আসছে রাজ্য জুড়েই। এই বিষয়গুলিতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর