করোনায় আতঙ্কিত দেশবাসী, অন্যদিকে মদের দোকানে সিঁধ কেটে মদ চুরি করল মদ্যপ্রেমী চোর

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) পরিস্থিতিতে সমগ্র বিশ্ব আতঙ্কিত হয়ে রয়েছে। বিশ্বের সব দেশ একত্রিত হয়ে করোনা বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। লকডাউন রাখা হয়েছে বিভিন্ন দেশে। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের প্রয়োজন ছাড়া কাউকেই বাড়ি থেকে বেরোতে নিষেধ করে দেওয়া হয়েছে। কিন্তু দেশের এই বিপদের সময়ে এক হাস্যকর ঘটনা ঘটল হলদিয়ার (Haldia) মাখনবাবুর বাজারে। লকডাউনে মদের দোকান বন্ধ থাকায় দোকানে সিঁধ কাটল চোর। স্থানীয় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

alchohal

করোনা ভাইরাসের জেরে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেশ জুড়ে জারী হয়েছে লকডাউন। এই পরিস্থিতিতে সরকারী নিয়ম মান্য করে মদের দোকান বন্ধ রেখেছিলেন হলদিয়ার মাখনবাবুর বাজারের এক মদ ব্যবসায়ী। কর্মীদের সকলকে ছুটি দিয়ে ভাড়ার দোকান বন্ধ করে বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন মদের দোকানের মালিক। কর্মীরাও বাড়িতে চলে গেছিলেন। ঠিক সেই সময়ে ফাঁকা দোকান পেয়ে তাঁর সুযোগ নিলেন এক দল দুষ্কৃতি।

দোকানের পিছনের দেওয়ালে সিঁধ কেটে দোকানের ভেতর ঢোকে দুষ্কৃতির দল। দোকানের ভেরতে ঢুকে বেশ কয়েকটি দামি মদের বোতল নিয়ে চম্পট দেয় তাঁরা। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ দোকানের ভাঙ্গা দেওয়াল নজরে আসে প্রতিবেশীদের। তাঁরা দোকানের মালিককে খবর দিলে, কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হন তিনি। ভেতরে ঢুকে দেখেন দোকান সম্পূর্ণ লণ্ডভণ্ড। বেশ কিছু মদের বোতল উধাও। এবং কয়েকটি বোতল মেঝেতে পড়ে রয়েছে।

alchohol

হলদিয়া মহকুমার আবগারি দপ্তর ও ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন দোকানের মালিক। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। হলদিয়া টাউনশিপ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বুদ্ধদেব মাল জানান, ‘দোকানদারের অভি্যোগের জেরেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দোকানের স্টক মেলানো হচ্ছে। এবং স্টক মেলানো হলেই আমরা জানতে পারব, ঠিক কত টাকার জিনিদ চুরি হয়েছে’। প্রতিবেশীদের দাবী সম্ভবত লকডাউনের অবস্থায় বিপাকে পড়ে মদ্যপায়ীরা এই কাজ করেছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর