বাংলাহান্ট ডেস্কঃ প্রশিক্ষিত শিক্ষকদের জন্য অভিনব সুযোগ, দিল্লীর Delhi Subordinate Service selection Board সংক্ষেপে DSSSB নিয়োগ করতে চলেছে ৩৫৫২ জন শিক্ষকদের। কর্মস্থল দিল্লী। PGT শিক্ষকদের ক্ষেত্রে বয়সের উর্ধসীমা ৩৬ বছর, সংগীত শিক্ষকদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর, TGT, শরীর শিক্ষা, গৃহ বিজ্ঞান, সংগীত, অংকন ও অন্যান্য শিক্ষকদের ক্ষেত্রে ৩০ বছর। আবেদন করতে পারবেন আগামী ২৩ জানুয়ারি ২০২০ থেকে। আবেদনের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি ২০২০।
আবেদন করার শেষ তারিখঃ ২৩ ফেব্রুয়ারি ২০২০
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
পদঃ শিক্ষক [ শরীর শিক্ষা – ৬৯২,গৃহ বিজ্ঞান – ১৯৪, সংগীত – ১২৩ ,অংকন – ২৩১, কম্পিউটার বিজ্ঞান ( TGT) – ৩৬৪, লাইব্রেরিয়ান – ১৯৭, স্পেশাল এডুকেশন ( TGT) – ৯৭৮, সমাজ বিজ্ঞান ( PGT) – ১৬, অর্থনীতি ( PGT) – ৮৬, হিন্দী ( PGT) – ২০২, কম্পিউটার বিজ্ঞান ( PGT) – ২৪, রাষ্ট্র বিজ্ঞান ( PGT) – ৬৫, কৃষি বিদ্যা ( PGT) – ০২, গ্রাফিক্স ( PGT) – ০১, সংস্কৃত ( PGT) – ৩১, ঊর্দু ( PGT) -০২, ভূগোল ( PGT) -১০, ইতিহাস ( PGT) – ২৪, শরীর শিক্ষা(নারী ,PGT) -০৯, গৃহ বিজ্ঞান ( PGT) – ৭৪, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং( PGT) – ০১,ফাইন আর্টস ( PGT) – ২২, শরীর শিক্ষা ( PGT) – ১০ ]
শিক্ষাগত যোগ্যতাঃ কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষিত হতে হবে ( বিশেষ কিছু বিষয়ে ছাড় আছে)
বয়সসীমাঃ PGT শিক্ষকদের ক্ষেত্রে বয়সের উর্ধসীমা ৩৬ বছর, সংগীত শিক্ষকদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর, TGT, শরীর শিক্ষা, গৃহ বিজ্ঞান, সংগীত, অংকন ও অন্যান্য শিক্ষকদের ক্ষেত্রে ৩০ বছর।
জাতীয়তাঃ ভারতীয়
আবেদন মূল্যঃ সাধারন ও OBC দের ১০০ টাকা ( sc,st, ph, মহিলা ও ex serviceman দের আবেদন করতে টাকা লাগবে না)
নির্বাচনের পদ্ধতিঃ দুই দফায় লিখিত পরীক্ষা হবে
ওয়েবসাইটঃ http://dsssb.delhigovt.nic.in