দু প্লেসিসের দুরন্ত ব্যাটিং এবং হ্যাজেলউডের ধ্বংসাত্মক বোলিংয়ে ভর করে লখনউকে হারালো RCB

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২-এ কোহলির অফফর্ম অব্যহত থাকলেও স্বপ্নের উড়ান ধরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে দুরন্ত ফর্মে থাকা লখনউ সুপারজায়ান্টসকে তারা হারিয়ে দেয় ১৮ রানের ব্যবধানে। অফফর্ম কাটিয়ে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেন অধিনায়ক ফ্যাফ দু প্লেসিস। আরসিবির দেওয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হ্যাজেলউডের আগুনে ফাস্ট বোলিংয়ের সামনে ২০ ওভারে ১৬৩ রানের বেশি তুলতে পারেনি রাহুলের দল।

প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই অনুজ রাওয়াত (৪) এবং বিরাট কোহলিকে (০) হারিয়ে চাপে পড়ে যায় ব্যাঙ্গালোর। চার নম্বরে নেমে পাল্টা আক্রমণ শুরু করেন ম্যাক্সওয়েল। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি অজি তারকা। ১১ বলে ২৩ রানের ঝোড়ো একটি ইনিংস খেলে পাওয়ার প্লে-এর শেষ ওভারে ক্রুনাল পান্ডিয়ার শিকার হন তিনি। এরপরে নামা গোয়ানিজ ব্যাটার প্রভুদেশাই-ও মাত্র ১০ রান করে আউট হন।

   

faf du plessis 1

এরপর ফের একবার আরসিবির ব্যাটিংয়ের হাল ধরেন শাহবাজ। বিশ্বস্ত সতীর্থ পেয়ে ধীরে ধীরে রক্ষণের খোলস ছেড়ে বেড়িয়ে আসতে থাকেন দু প্লেসিসও। শেষদিকের ওভারগুলিতে নিজের ভোল পুরোপুরি বদলে ফেলেন ফ্যাফ। রবি বিশ্নই, ক্রুনাল পান্ডিয়াদের আক্রমণ করতে থাকেন। মাঝে শাহবাজ ২২ রানে আউট হলেও দু প্লেসিস নিজের খেলা খেলতে থাকেন। শেষ ওভারে দুর্ভাগ্যজনক ভাবে ৯৬ রানের মাথায় হোল্ডারকে পুল করতে গিয়ে আউট হন তিনি। তার ৬৪ বলের ইনিংসটি ছিল ১১টি চার ও ২ টি ছক্কা দিয়ে। আজ দীনেশ কার্তিক শেষ অবধি ক্রিজে থাকলেও ৮ বলে ১৩ রানের বেশি করতে পারেনি। দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ২ উইকেট নেন ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার।

এরপর রান তাড়া করতে নেমে শুরুতেই হ্যাজেলউডের শিকার হিসাবে কুইন্টন ডি কক এবং মনীশ পান্ডে-কে হারিয়ে চাপে পড়ে যায় লখনউ। এরপর রাহুল এবং ক্রুনাল পান্ডিয়ার মধ্যে একটি ভদ্রস্থ পার্টনারশিপ হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। রাহুল ৩০ রান করে হর্ষল প্যাটেলের শিকার হন। ২৮ বলে ৪২ রানের প্রশংসনীয় ইনিংস খেলে ম্যাক্সওয়েলের বলে আউট হয়ে ফেরেন ক্রুনাল। এরপর ব্যর্থ হয় লখনউয়ের লোয়ার মিডল অর্ডার। ফর্মে থাকা আয়ুশ বাদোনি এবং বিপজ্জনক মার্কাস স্টোইনিসের উইকেট তুলে আরসিবি জয় এনে দেন হ্যাজেলউড। দুরন্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৪ টি উইকেট নেন হ্যাজেলউড।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর