খোলা মঞ্চে শাহরুখের গানে নাচ ডুয়া লিপার, উচ্ছ্বসিত শ্রোতারা, গায়ক অভিজিৎ যা বললেন…

বাংলাহান্ট ডেস্ক : নভেম্বরের শেষ সন্ধ্যা। আলতো শীত গায়ে মেখে মুম্বই নগরী মেতে উঠেছিল মার্কিন পপ তারকা ডুয়া লিপার কনসার্টে। সাদা বডি স্যুটে গায়িকা তখন পারফর্ম করছেন জনপ্রিয় ‘লেভিটেটিং’ গানে। হঠাৎ করেই শ্রোতাদের উৎসাহ, উত্তেজনা হয়ে উঠল দ্বিগুণ। কারণ তখন মঞ্চে আবির্ভাব হয়েছে শাহরুখ খানের (Shahrukh Khan)! কী ভাবছেন, ডুয়ার কনসার্টে কিং খানের কী ভূমিকা? খোলসা করেই বলা যাক।

শাহরুখের (Shahrukh Khan) গানে পারফর্ম করলেন মার্কিন তারকা

আসলে প্রথম বার ভারতে পারফর্ম করতে এসে শ্রোতাদের জন্য এক বিশেষ সারপ্রাইজের বন্দোবস্ত করেছিলেন ডুয়া লিপা। নিজের লেভিটেটিং গানের সঙ্গে তিনি জুড়ে দিয়েছিলেন শাহরুখের (Shahrukh Khan) ‘বাদশা’ ছবির গান ‘উয়ো লড়কি যো সবসে অলগ হ্যায়’এর কিছু লাইন। সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত রিমিক্সটি যে ডুয়া নিজেই লাইভ করে দেখাবেন তা ভাবতেও পারেননি কেউ। কিন্তু শ্রোতারা উচ্ছ্বসিত হলেও মুখ ফোলালেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য।

Dua lipa danced on shahrukh khan song but what did abhijeet said

হঠাৎ কী হল অভিজিতের: আসলে শাহরুখের (Shahrukh Khan) কণ্ঠে এই গানটি অভিজিতেরই গাওয়া। অথচ ডুয়ার কনসার্টের ভিডিওতে কোথাও উল্লেখ নেই শিল্পীর। অভিজিতের এক অনুরাগী অবশ্য প্রসঙ্গটি প্রথম তোলেন। তিনি কটাক্ষ করেন, এই দেশেই শিল্পীর কদর নেই। ডুয়া লিপার নিশ্চয়ই গানটি শুনেই ভালো লেগেছে, দেখে নয়। তাহলে সবসময় নায়কদের গুরুত্ব দেওয়া হয় কেন? এই পোস্টটিই নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে ভাগ করে নিয়েছেন অভিজিৎ।

আরো পড়ুন : পরিণতি পায়নি সম্পর্ক, তবু এত বছর পরেও অটুট প্রেম! অমিতাভের সঙ্গে এখনো দেখা হয় রেখার!

সোশ্যাল মিডিয়ার ভাইরাল গান হল বাস্তব: আসলে দুটি গানের এই রিমিক্সটি প্রথম ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বেশ কিছু রিলেই গানটি শোনা গিয়েছে। এমনকি অনেকে এও বলেছিলেন, ডুয়া লিপা নিজে যদি এই রিমিক্সটি শোনেন তাহলে দারুণ ব্যাপার হবে। আর বাস্তবে হলও তাই।

আরো পড়ুন : নয়া ইতিহাস গড়ার পথে ISRO-NASA! ISS মিশনের প্রাথমিক প্রশিক্ষণ সারলেন দুই ভারতীয় মহাকাশচারী

আসলে সোশ্যাল মিডিয়ার ভাইরাল গানটি ডুয়া লিপা নিজেও শুনেছেন বলে জানান। তাঁর বেশ পছন্দও হয়েছে। তারপরেই ভারতীয় শ্রোতাদের চমকে দেওয়ার প্ল্যান। পপ তারকা আরো জানান, বলিউড অভিনেতাদের মধ্যে শাহরুখই তাঁর সবথেকে প্রিয়। তাই গানের তালে একটু নেচে নেওয়ার সুযোগও ছাড়েননি ডুয়া।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর