আর রইল না বাধা, দুয়ারে রেশন নিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকারের দুয়ারে রেশন (Duare Ration Scheme) প্রকল্প চালাতে কোনও আইনের বাধা রইল না। সুতরাং এই প্রকল্প যেমন চলছিল তেমনই চলবে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়ে আপাতত স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তৃতীয় মেয়াদের সরকারে এসেই দুয়ারে রেশন প্রকল্প চালু করেন। তার আইনি বৈধতা নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সেই মামলায় হাইকোর্ট রায় দিয়েছিল যে দুয়ার সরকার প্রকল্প বেআইনি। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। আজ সেই মামলারই শুনানি ছিল সুপ্রিম কোর্টে। আর সেই শুনানিতেই হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

গত বছর অগস্ট মাসে রেশন ডিলারদের একটা অংশ হাইকোর্টে মামলা করেছিল। তাঁদের দাবি ছিল, এভাবে মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া সম্ভব নয়। দিল্লিতেও এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু অনুমতি দেয়নি কোর্ট।

এই ব্যবস্থাকে কেন্দ্রীয় আইনের পরিপন্থী বলে আদালতে জানান ডিলাররা। সেই সময়ে বিচারপতি অমৃতা সিনহা ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছিলেন। তারপর ফের ডিভিশন বেঞ্চে মামলা হয়। সেই মামলাতেই বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি চিত্তরঞ্জন সাউয়ের ডিভিশন বেঞ্চ রায় দেন, দুয়ারে রেশন সম্পূর্ণ বেআইনি। এরপর সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। এদিন শীর্ষ আদালতের এই রায়ে বেশ খানিকটা আশার আলো দেখল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

গত বিধানসভা নির্বাচনের ইস্তেহারে দুয়ারে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল সরকার। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, দোকানে গিয়ে আর রেশন নিতে হবে না মানুষকে। রেশন পৌঁছে যাবে পাড়ায় পাড়ায়। কিন্তু পরে দেখা যায়, এই প্রকল্প নিয়ে একাধিক অভিযোগ আসছে। পরিকাঠামোগত ত্রুটি রয়েছে বলেও অনেক অভিযোগ ওঠে।


Sudipto

সম্পর্কিত খবর