রাজ্যে ফের চালু হচ্ছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প, দিনক্ষণ ঘোষণা করলেন মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে ফের চালু হচ্ছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প, এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে এই ক্যাম্প প্রথমবার চালু হওয়ায় দারুণ সাফল্য মিলেছিল। তাই নির্বাচনে জয়লাভ করার পরই, ফের রাজ্যে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প চালু করেছিল তৃণমূল সরকার।

সেখানে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, জমি জমা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোণ, ব্যাঙ্ক সংক্রান্ত আরও নানাবিধ প্রকল্পের সঙ্গে এবারের সংযোজন ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সেখানেই এই প্রকল্পের ফর্ম জমা দিয়েছিলেন বাংলার মেয়ে বউরা। নির্বাচনের পূর্বেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ক্ষমতায় এলেই বাংলার মহিলাদের জন্য চালু করা হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। যার ফলে তপশিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে পাবেন ১০০০ টাকা করে এবং সাধারণ ক্যাটাগরির মহিলারা পাবেন প্রতি মাসে ৫০০ টাকা করে। তবে সরকারী চাকরি অধিনস্থ পরিবারের মহিলারা এই সুযোগ পাবেন না।

cm 3

যেমন বলা তেমন কাজ, ক্ষমতায় এসেই এই প্রকল্পের সূচনা করে টাকাও দিতে শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই প্রকল্পের অর্থ পেয়েও গিয়েছে রাজ্যের প্রচুর লক্ষ্মীরা। তবে উপনির্বাচনের কারণে কিছু জেলায় বাকি থাকলেও, নির্বাচন মিটে যেতেই তাঁদের অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে যাবে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তাই এবারে আবারও রাজ্যে চালু করা হচ্ছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। জানবাজারে কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে সেখান থেকেই এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, আগামী ১৬ ই নভেম্বর থেকেই আবারও জায়গায় জায়গায় বসবে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। থাকবে পূর্বেকার মতই বিভিন্ন প্রকল্পের সম্ভার।

Smita Hari

সম্পর্কিত খবর