বাংলা হান্ট ডেস্ক: হরিয়ানা (Haryana) এবার বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে দুবাইয়ের (Dubai) পথ অনুসরণ করার পরিকল্পনা করেছে। এমতাবস্থায়, শীঘ্রই হরিয়ানার সাইবার সিটি গুরুগ্রামকে দুবাইয়ের মতো করে সাজানোর প্রস্তুতি গ্রহণ করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই প্রসঙ্গে বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয়েছে। জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য বিদেশি সংস্থাগুলির সাথে চুক্তি করা হচ্ছে। পাশাপাশি, সরকারের এই পরিকল্পনা ঠিকভাবে সম্পন্ন হলে অদূর ভবিষ্যতে হরিয়ানার সবচেয়ে হাই-টেক শহর গুরুগ্রাম হয়ে উঠবে দুবাইয়ের মতো।
জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্য সরকার এই প্রকল্পের জন্য ১ হাজার একর এলাকায় দুবাইয়ের আদলে একটি ব্যবসায়িক শহর গড়ে তোলার পরিকল্পনা করেছে। পাশাপাশি, চলতি বছরেই এই প্রকল্পের সাথে সম্পর্কিত প্রয়োজনীয় টেন্ডার জারি করা হবে বলে খবর মিলেছে। এই গ্লোবাল সিটির জন্য ইতিমধ্যেই একটি মানচিত্রও তৈরি করা হয়েছে। এমতাবস্থায়, এই মানচিত্রটি দেখার পরে মনে হয়েছে যে নতুন শহরটি ঠিকঠাক গড়ে উঠলে বড় আকারের বিদেশি বিনিয়োগ হরিয়ানায় আসবে।
কর্মসংস্থানের নতুন পথ খুলবে: সর্বোপরি, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষের জন্য কর্মসংস্থানের নতুন পথও খুলে যাবে। এই প্রকল্পের প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যে, হরিয়ানা স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেশন লিমিটেড সম্পূর্ণ পরিকাঠামোটি তৈরি করবে। পাশাপাশি, ওই সংস্থাটিই গ্লোবাল সিটিতেও প্লট নিলাম করবে। প্রথম ধাপে মাত্র ৫০ থেকে ১০০ একর জমির উন্নয়ন করা হবে। সেখানে দুবাইয়ের ব্যবসায়িক মডেলের ভিত্তিতে শপিং মল, বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণ করা হবে বলেও জানা গিয়েছে।
২৫ একর জমির ওপর নির্মিত হবে হেলিহাব: খবর অনুযায়ী, রাজ্য সরকার গ্লোবাল সিটিতেই হেলিহাব তৈরি করবে। যার জন্য ২৫ একর জমি আলাদা করা হয়েছে। সেখানে হেলিকপ্টার টেক অফ করার পাশাপাশি অবতরণও করতে পারবে। তথ্য অনুযায়ী, এই গ্লোবাল সিটিটি গুরুগ্রামের সেক্টর ৩৬-৩৭-এর কাছে তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। যা পতৌদি রোড এবং দ্বারকা জংশনের সাথে সংযুক্ত রয়েছে।
রিলায়েন্স ১৩৮৩ একর জমি ছেড়ে দেয়: জানা গিয়েছে, ইতিমধ্যেই এই জমিগুলি রিলায়েন্সকে SEZ (Special Economic Zone)-এর জন্য দেওয়া হয়েছিল। কিন্তু রিলায়েন্স ১৩৮৩ একরের এই অংশ সরকারকে ফেরত দিয়েছে। যার মধ্যে এক হাজার একর জায়গায় এই শহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এমতাবস্থায়, গুরুগ্রামে এই নতুন ব্যবসায়িক শহর গড়ে তোলার প্রকল্পের কাজ জোরকদমে শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।