স্ত্রীর ইচ্ছা পূরণে বাধা! ৪১৮ কোটি টাকা খরচ করে আস্ত একটা দ্বীপ উপহার দিলেন কোটিপতি স্বামী

বাংলা হান্ট ডেস্ক : স্ত্রীকে ভালোবেসে কোটিপতিরা হামেশাই অনেক দামি উপহার দিয়ে থাকেন। এই তালিকায় রয়েছেন খোদ ভারতীয় ধনকুবের আম্বানি।  সেই মোঘল আমলে স্ত্রী  মমতাজকে ভালোবেসে তাঁর জন্য তাজমহল বানিয়েছিলেন শাহজাহান। আর সম্প্রতি দুবাইয়ের (Dubai) বাসিন্দা এক ধনী ব্যবসায়ী স্ত্রীর জন্য কিনে ফেললেন আস্ত একটা দ্বীপ। যার মূল্য ৪১৮ কোটি টাকা।

স্ত্রীকে একটা আস্ত দ্বীপ উপহার দিলেন দুবাইয়ের (Dubai) কোটিপতি

হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কিন্তু কেন? আসলে দুবাইয়ের (Dubai) ওই ব্যক্তির স্ত্রী তাঁর কাছে বিকিনি পরার আবদার করেছিলেন। স্ত্রীর বিকিনি পরার শখ পূরণ করতেই তিনি দুবাইতেই (Dubai) একটা আস্ত বিকিনি দ্বীপ কিনে ফেলেছেন ওই ব্যবসায়ী। আসলে দুবাইয়ে বিকিনি পরার ক্ষেত্রে হাজারো শর্ত রয়েছে। কিন্তু নিয়মের সামনে কি আর স্ত্রীর ইচ্ছা বাধা হয়ে দাঁড়াতে পারে?

তাই বউয়ের শখ পূরণ করতেই মোট ৪১৮ কোটি টাকা খরচ করে একটা আস্ত বিকিনি দ্বীপ কিনে ফেললেন জামাল নামে দুবাইয়ের ওই কোটিপতি ব্যবসায়ী। ইনস্টাগ্রামে সৌদি আব আরবিয়া নামের একটি পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে সৌদি আল নাদাক নামের ২৬ বছরের এক তরুণী জানিয়েছেন যখন তিনি বিকিনি পড়ার ইচ্ছা প্রকাশ করেন তখন তাঁর মিলিনিয়ার স্বামী তার জন্য একটা আস্ত বিকিনি দ্বীপ কিনে ফেলেন। 

আরও পড়ুন : দেখলে হবে খরচা আছে! পুজোয় এবার বিরাট ধাক্কা, কলকাতায় আজ হলুদ ধাতুর দাম কত?

প্রসঙ্গত সৌদি নামের ওই তরুণী তিন বছর আগে বিয়ে করেছিলেন দুবাইয়ের জামাল নামের ওই ব্যক্তিকে। প্রসঙ্গত এই প্রথম নয় এর আগেও জামাল তাঁর স্ত্রীকে অনেক দামী উপহার দিয়েছেন। এমনই একবার সাড়ে আট কোটি টাকা দিয়ে তিনি তাঁর স্ত্রীকে একটি হীরের আংটি কিনে দিয়েছিলেন। 

 

View this post on Instagram

 

A post shared by Soudi✨ (@soudiofarabia)

আর এবার দুবাইয়ের মত জায়গায় তাঁর  স্ত্রী যাতে বিনা বাধায় বিকিনি পরে ঘুরে বেড়াতে পারেন তার জন্যই এবার আস্ত একটা বিকিনি দ্বীপ কিনে  ফেলেছেন ওই ব্যক্তি। এ প্রসঙ্গে প্রথম শ্রেণীর সংবাদমাধ্যমে সৌদি নামের ওই তরুণী বলেছেন, ‘আমার স্বামী বহুদিন ধরেই কোথাও বিনিয়োগ করতে চাইছিলেন।  মনে হলো এক্ষেত্রে এক ঢিলে দুই পাখি মারা হবে। দ্বীপ কেনো হবে আর আমিও ওই দ্বীপে বিকিনি পরে নিরাপদে থাকতে পারব।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর