কোটি টাকার গাড়িতে ডিম পেড়েছে পাখি, বাচ্চা বাঁচাতে গাড়ি চালানো বন্ধ রাখলেন দুবাইয়ের রাজপুত্র

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বের ধনীতম মানুষদের তালিকায় রয়েছেন দুবাইয়ের (dubai) শাহজাদা মহম্মদ বিন রাশিদ আল মাকতুন। রাজ পরিবারের ঐতিহ্য মেনেই তার ব্যবহার করা প্রতিটি জিনিসের দামী। বিশেষ করে যে গাড়ি গুলিতে তিনি চড়েন তার দাম শুনলে চোখ কপালে উঠবেই আম জনতার। বিলাসবহুল জীবন যাপনের জন্য বারবারই সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছেন তিনি৷ কিন্তু এবার তিনি সম্পূর্ণ একটি ভিন্ন কারনে চর্চায় এসেছেন।

PicsArt 08 16 12.24.16

দুবাইয়ের রাজপুত্র  মহম্মদ বিন রাশিদ আল মাকতুনের একটি গাড়িতে বাসা বানিয়েছিল একটি ছোট্ট পাখি। সেই বাসাতে ডিম পেড়েছিল সে। বিষয়টি চোখে পড়তেই সেই বিলাসবহুল দামী মার্সিডিজ গাড়িটি ব্যাবহার করা বন্ধ রেখেছেন প্রিন্স  মহম্মদ বিন রাশিদ। শুধু তাই নয় কোনোভাবেই যাতে কেউ সেই গাড়ির কাছে এসে পাখির অসুবিধার কারন না হয় তাই পুরো জায়গাটা তিনি লাল টেপ দিয়ে চিহ্নিত করে সেখানে প্রবেশ নিষিদ্ধ করেছে।

PicsArt 08 16 12.24.02

সম্প্রতি রাজপুত্র পুরো ঘটনার একটি টাইম ল্যাপস ভিডিও পোস্ট করেছেন নিজের সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে। যেখানে পাখির বাসা বানানো থেকে শুরু করে ডিম পাড়া, ডিমে তা দেওয়া ও ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর সেই শাবককে লালন পালনের ভিডিও ধারন করা হয়েছে৷ ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, কিছু সময় জীবনের ছোট ছোট জিনিসও যথেষ্ট এর চেয়ে বেশী হয়।

PicsArt 08 16 12.25.12

দুবাইয়ের শাহজাদার এই ভিডিওটি পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। নেটপাড়ায় সকলেও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তার৷ একজন নেটিজেন বলেছেন, ‘ছোট ছোট জিনিস অনেক বড় খুশি বয়ে আনে’, আবার আরেক নেটাগরিকের মন্তব্য, ‘ভিডিওটি আমার দিন সার্থক করেছে’

https://www.instagram.com/tv/CDyiYDxpPKb/?igshid=1f7hig3fo8fma

 

সম্পর্কিত খবর