বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন আগেই এশিয়ার সেরা ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন আদানি গ্রুপের মালিক গৌতম আদানি(Goutam Adani )। কিন্তু ব্লুমবার্গ বিলিয়ানার্সের রিপোর্ট অনুযায়ী, গত কয়েকদিনে লাগাতার ক্ষতির সম্মুখীন হচ্ছে আদানি গ্রুপ(Adani Group)। যার জেরে তার সর্বমোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৫৯.৭ বিলিয়ন ডলার। মাত্র দুদিন আগে এই সম্পত্তির পরিমাণ ছিল ৬২.২ বিলিয়ন ডলার। এর ফলে আপাতত বিশ্বের শীর্ষ কুড়িজন ধনীর তালিকাতেও স্থান হারালেন আদানি।
জানা গিয়েছে প্রতি ৫ মিনিটে প্রায় ৫ কোটি টাকা ক্ষতির সম্মুখিন হচ্ছেন তিনি। গত দু’দিনে আদানি গ্রুপের ৬ টি কোম্পানির তিনটিতেই শেয়ার মারাত্মকভাবে পতন হয়েছে। আদানি টোটাল গ্যাসের শেয়ার আজ পরেছে আরও ৫%। যার জেরে গত তিনদিনে ১৫% শেয়ার পতন হল এই কোম্পানির। পরেছে আদানি ট্রান্সমিশনের শেয়ারও। আজকের ৫% পতন মিলিয়ে গত তিনদিনে প্রায় ১২.৩% শেয়ার পতন হল এই কোম্পানির। এছাড়া আদানি গ্রীন এনার্জির শেয়ারও আজ ৫% পরেছে।
এই শেয়ার পতনের জেরে আপাতত শীর্ষ ধনীদের তালিকায় ২১ তম স্থানে নেমে এলেন তিনি। দু’দিন আগেও এই তালিকায় ১৭ তম স্থানে ছিলেন গৌতম আদানি। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে শুধুমাত্র গত ৪৮ ঘন্টায় ১.৪৯ বিলিয়ন ডলার সম্পত্তি হারিয়েছেন তিনি। শেয়ার মার্কেটে এই পতন চলছে ১৪ জুন থেকে।
এর আগেই এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ধোনির মুকুট হারিয়েছিলেন গৌতম আদানি। এবার লাগাতার শেয়ার পতনের জেরে শীর্ষ কুড়ি ধনীর তালিকা থেকে স্থান হারাতে হল তাকে। তবে কেন এই লাগাতার পতন সে সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি।