গ্রেফতার সায়নী, নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে ত্রিপুরায় যেতে পারছেন না অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছে পড়শি রাজ্য ত্রিপুরায় (Tripura) । সেখানে তৃণমূলের হয়ে প্রচারে গিয়ে গাড়ি দিয়ে মানুষ চাপা দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। এই ঘটনার পর ত্রিপুরার রাজধানী আগরতলায় হুলস্থূল কাণ্ড বেঁধে গিয়েছে। তৃণমূলের তরফ থেকে থানার সামনে ধরনাও দেওয়া হয়েছে।

এই দুঃসময়ে তৃণমূলের নেতা-কর্মীদের পাশে দাঁড়ানো জন্য আগরতলায় যাওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। কিন্তু, তিনি আজ যেতে পারছেন না বলে শুতের খবর। জানা গিয়েছে যে, বিমান অবতরণের জটিলতা থাকার কারণে রবিবার রাতে ওনার ত্রিপুরা সফর বাতিল হয়েছে। তবে, পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী আগামীকাল সোমবার তিনি ত্রিপুরা যাচ্ছেন।

রবিবার বিকেল চারটে নাগাদ যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষকে গ্রেফতার করা হয়। তাঁর গাড়ির ধাক্কায় জখম হয়েছে মানুষ, এই অভিযোগেই গ্রেফতার করা হয়েছে সায়নীকে।তৃণমূল নেত্রী সুস্মিতা দেব জানান, পুলিস দাবি করছে ত্রিপুরার মুখ‍্যমন্ত্রী বিপ্লব দেবের সভার পাশ দিয়ে যাওয়ার সময় নাকি জোরে গাড়ি চালিয়ে রাস্তার মানুষকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন সায়নী। পালটা সুস্মিতার দাবি, সায়নী গাড়িচাপা দিয়ে মানুষ মারার চেষ্টা করেছেন এটা কেউ বিশ্বাস করবে না। পুরোটাই মিথ‍্যে, তৃণমূলকে ভয় দেখানোর জন‍্য করা হয়েছে এমনটা।

IMG 20211121 173753

তিনি আরো বলেন, সোমবার অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় ত্রিপুরা আসছেন। তাঁর কর্মসূচী নষ্ট করার জন‍্য এটা বিজেপির ষড়যন্ত্র। আগামীকাল সায়নীকে যখন আদালতে তোলা হবে তখন তাঁরা জামিনের আবেদন করবেন। এসব মিথ‍্যে মামলা দিয়ে তাঁদের দমানো যাবে না। সুস্মিতার অভিযোগ, সায়নী নিরাপদ নয়। থানার মধ‍্যে ঢুকে বিজেপি কর্মীরা তৃণমূল সমর্থকদের মেরেছে। তাই তাঁরা সায়নীকে একা ছেড়ে যাবেন না। থানাতেই রাত্রিবাস করবেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর