ঘূর্ণিঝড় অশনিতে অন্ধ্র প্রদেশের সমুদ্রে ভেসে এল সোনায় মোড়া রথ, দানা বাঁধল গভীর রহস্যের

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ঘূর্ণিঝড় অশনি নিয়ে ক্রমশ চিন্তা বৃদ্ধি পাচ্ছে। ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়। বুধবার সকালেই আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে যে, অন্ধ্র প্রদেশের কাকিনাড়া উপকূলের অনেকটাই কাছাকাছি চলে এসেছে ঘূর্ণিঝড় অশনি। বর্তমানে কাকিনাড়া থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি।

এমতাবস্থায়, এই ঝড়ের প্রভাবে এবার অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম এলাকায় একটি সোনার রথ ভেসে এসেছে। আর এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। যদিও, এই রথটি ঠিক কোন জায়গা থেকে এই উপকূলে এসে পৌঁছেছে তা এখনও নির্দিষ্টভাবে জানতে পারা যায়নি।

শ্রীকাকুলাম জেলার সুন্নাপল্লী সৈকতে এই রথ ভেসে এসেছে:
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সুন্নাপল্লী উপকূলে এই সোনার রথের সন্ধান মিলেছে। এমনকি, এই রথটি মায়ানমার কিংবা মালয়েশিয়া অথবা থাইল্যান্ড থেকে ভেসে এসে এখানে পৌঁছেছে বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে ওই এলাকার এসআই নৌপদ জানিয়েছেন যে, “এই রথটি হয়তো অন্য কোনো দেশ থেকে এসেছে। আমরা ইতিমধ্যেই গোয়েন্দা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।”

স্থানীয় লোকজন দড়ি দিয়ে বেঁধে রথটি সৈকতে নিয়ে আসেন:
এই রথে একটি সোনার আস্তরণ রয়েছে। এমনকি, এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে। যেটিতে দেখা গিয়েছে যে, ওই রথটি সমুদ্রের ঢেউয়ের মধ্যে ভেসে এসে তীরের কাছাকাছি পৌঁছে যায়। আর তা দেখেই স্থানীয় লোকজন সেটিকে দড়ি দিয়ে বেঁধে তীরে নিয়ে আসেন।

অশনি মোকাবিলায় ৫০ টি টিম তৈরি রয়েছে:
প্রসঙ্গত উল্লেখ্য, ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় ক্ষতিগ্রস্থ এলাকার ক্ষেত্রে NDRF (National Disaster Response Force)-এর মোট ৫০ টি দল মোতায়েন করা হয়েছে। এছাড়াও, একাধিক এলাকায় ভারী বর্ষণ ও বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি, হাওয়া অফিস জানিয়েছে যে, এই ঘূর্ণিঝড়টি বুধবার বিকেলের মধ্যেই কাকিনাড়া-বিশাখাপত্তনম উপকূলের কাছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে যেতে পারে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর