বাংলাহান্ট ডেস্ক : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে সতর্কতা। আর সেই কারণেই দমদম বিমানবন্দরে উড়ান পরিষেবা (Flight Services) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটানা ২১ ঘন্টা বিমান উঠানামা করবে না। আসলে আবহাওয়া পরিবর্তনের সময় কোন রকম ঝুঁকিই নিতে চাইছে না বিমান কর্তৃপক্ষ।
কলকাতা বিমানবন্দর (Netaji Subhash Chandra Bose International Airport) কর্তৃপক্ষ জানিয়েছেন, রিমেলের কারণে ২১ ঘণ্টা অপারেশন বন্ধ থাকবে। রবিবার দুপুর ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না। বিমানবন্দর সূত্রে খবর, মোট ৩৯৪টি বিমান বাতিল করা হয়েছে। অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক সমস্ত বিমানের অপারেশন স্থগিত করা হয়েছে।
আরোও পড়ুন : উত্তরপাড়ার ইঞ্জিনিয়ারের জয়জয়কার! ডাক পড়ল মার্কিন মুলুক থেকে, কারণ জানলে ধন্য ধন্য করবেন
তালিকায় রয়েছে ৩৪০টি ডোমেস্টিক এবং ৫৪টি আন্তর্জাতিক বিমান। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ডিরেক্টর সি পট্টভি এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। তাতে প্রায় ৫০ হাজার যাত্রী দুর্ভোগের শিকার হতে পারেন। এই বিমানবন্দর থেকে রোজ গড়ে তিনশোর বেশি বিমান ওঠানামা করে। যাত্রী হয়রানি এড়াতেই আগেভাগে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
আবহাওয়ার দুর্যোগের জন্য এত দীর্ঘসময় বিমান পরিষেবা বন্ধ রাখার নজির কলকাতা বিমানবন্দরে সাম্প্রতিককালে নেই। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি অঞ্চল অতিক্রম করবে ঘূর্ণিঝড় রেমাল।ঘূর্ণিঝড়ের (Cyclone) ফলে প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে।