তালাকের কারণে বদলে গেল মহিলার ভাগ্য, রাতারাতি হয়ে গেলেন ২৪ হাজার কোটি টাকার মালকিন

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ উয়ান লিপিং (Wan Lipping), বর্তমানে খবরের শিরোনামে এই নামটি ঘুরে বেড়াচ্ছে। বিবাহ বিচ্ছেদের পর বিশ্বের সবথেকে ধনী মহিলাদের তালিকায় ঢুকে পড়ল ৪৯ বছরের এই চীনা (China) মহিলা। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ৩.২ আরব ডলার অর্থাৎ ২৪০০০ কোটি টাকার মালকিন হয়ে যান তিনি।

চীনের একটি ভ্যাকসিন তৈরির সংস্থার চেয়ারম্যান দু ওয়েইমেইন বায়োলজিক্যাল প্রোডাক্টস তৈরির কোম্পানি রয়েছে। শেয়ার বাজারে কিছুটা ডাউন চলতে থাকায়, তাঁর কোম্পানি করোনা ভাইরাসের প্রতিষেধক প্রস্তুত করছে, এই খবর ছড়িয়ে পড়ায় শেয়ার বাজারে তাঁদের চাহিদা বাড়তে থাকে।

বিবাহ বিচ্ছেদ
প্রতিদিনই খবরের কাগজে বিবাহ বিচ্ছেদের খবর দেখা যায়। বিয়ের পর মতের পার্থক্য ঘটায় বহু মানুষ একে অপরের থেকে আলাদা হয়ে গেছে। কেউ এটা সহজভাবে মেনে নিয়েছেন, কেউ বা আবার মানতে পারেনি। তবে বিবাহ বিচ্ছেদের পর স্বামী স্ত্রীকে খোরপোষ দেবে, এই বিষয়টা প্রথম থেকেই হয়ে আসছে। কিন্তু এবার একটু অন্যরকমেরই ঘটনা ঘটল। স্বামীর দেওয়া খোরপোষে বিশ্বের ধনী মহিলাদের তালিকায় ঢুকে পড়লেন প্রাক্তন স্ত্রী।

চীনের এক বড় কোম্পানির মালিক স্বামী
৫৬ বছর বয়সি দু ওয়েইমেইন চীনের জিয়াংঝি প্রদেশের এক কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন। কলেজে রসায়ন নিয়ে পাঠরত অবস্থায় ১৯৮৭ সালে তিনি একটি ক্লিনিকে চাকরি করতেন। পরবর্তীতে ১৯৯৫ সালে তিনি একটি বায়োটেক সংস্থার সেলস ম্যানেজার পদে নিযুক্ত হন। ধীরে ধীরে অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি ২০০৯ সালে ‘মিনহাই’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলেন।

বিশ্বের ধনী মহিলাদের তালিকায় ঢুকলেন স্ত্রী
স্বামী দু ওয়েইমেইনের সঙ্গে বিবাহ বিচ্ছেদে চেয়েছিলেন স্ত্রী উয়ান লিপিং। এই বিষয়ে দুজনেই রাজি হয়ে খোরপোষের মাধ্যেম বিবাহ বিচ্ছেদ মধ্যস্থতায় আসেন। এরপর বিচ্ছেদে খোরপোষের দরুণ স্ত্রীকে ৩.২ আরব ডলার অর্থাৎ ২৪০০০ কোটি টাকা দেয় স্বামী। যার জেরে বিশ্বের সবথেকে ধনী মহিলাদের তালিকায় ঢুকে পড়লেন প্রাক্তন স্ত্রী উয়ান লিপিং।

সম্পর্কিত খবর

X