ফের খবরের শিরোনামে পাকিস্তান! সামান্য চিকিৎসার অভাবে নিউমোনিয়ায় প্রাণ গেল ২০০ শিশুর

বাংলাহান্ট ডেস্ক : প্রচন্ড শীতে কাহিল অবস্থা পাকিস্তানে। এই আবহে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে নিউমোনিয়া। পাকিস্তানের (Pakistan) পাঞ্জাব প্রদেশে নিউমোনিয়ার প্রভাব সব থেকে বেশি। নিউমোনিয়া আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ২০০ জন শিশু। পাঞ্জাব প্রদেশের প্রশাসন এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, সে দেশের পাঞ্জাব প্রদেশে বিগত কয়েকদিনে ব্যাপকভাবে শীত পড়েছে। এর ফলে শিশুদের মধ্যে দেখা গেছে নিউমোনিয়ার সংক্রমণ। পাক সংবাদমাধ্যম পাঞ্জাব প্রদেশের প্রশাসনের উদ্ধৃতি তুলে দাবি করেছে, গত তিন সপ্তাহে অন্তত ২০০ শিশুর মৃত্যু হয়েছে নিউমোনিয়া আক্রান্ত হয়ে।

আরোও পড়ুন : দুর্দান্ত সুযোগ! মাসের মাইনে ৪০ হাজার, প্রচুর লোক নেবে ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন, আবেদন করুন আজই

প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে অধিকাংশ শিশুই পায়নি নিউমোনিয়ার টিকা। তার সাথে ছিল অপুষ্টি। যে শিশুরা মারা গেছে তাদের অধিকাংশেরই বয়স পাঁচ বছরের নিচে। মৃতদের মধ্যে লাহোরের বাসিন্দা ৪৭ জন। সাধারণত অ্যান্টি নিমোনিয়া ভ্যাকসিন এবং পিসিভি দেওয়া হয়ে থাকে জন্মের ছয় সপ্তাহ পর।

329203 child

সূত্রের খবর, চলতি বছরে এখনো পর্যন্ত পাঞ্জাব প্রদেশে নিউমোনিয়া আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫২০ জন শিশু। অন্যদিকে, প্রচন্ড ঠান্ডায় প্রতিনিয়ত নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের পক্ষ থেকে আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত স্কুলে প্রার্থনাসভা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর