উঠছে না যাত্রীরা, পাঁচ মাস যেতে না যেতেই বন্ধ বন্দে ভারত! বদলে চলছে তেজস

বাংলাহান্ট ডেস্ক : ঢাক-ঢোল পিটিয়ে শুরু হয়েছিল বন্দে ভারতের যাত্রা। কিন্তু পাঁচ মাসের মধ্যেই বন্ধ হয়ে গেল সেই ট্রেনের যাত্রা পথ। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত বন্দে ভারত এক্সপ্রেস এর একটি রুটের পরিষেবা বন্ধ রাখা হবে। আপাতত মহারাষ্ট্রের বিলাসপুর-নাগপুর রুটে বন্ধ থাকবে বন্দে ভারত। এই রুটে আপাতত পরিষেবা প্রদান করবে অন্য একটি দ্রুতগামী ট্রেন তেজস।

কিন্তু হঠাৎ কেন এই রুটে বন্ধ করে দেওয়া হল বন্দে ভারতের পরিষেবা? সরকারিভাবে কিছু জানানো না হলেও সূত্রের খবর, পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বন্দে ভারত। এই রুটে ট্রেনের ভাড়া বেশি হওয়ায় প্রথম থেকেই পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছিল না বলে খবর। জানা গিয়েছিল, এই ট্রেন চালু হওয়ার পর একদিনও ৫০ শতাংশ আসন ভর্তি হয়নি।

পাশাপাশি এই ট্রেন চালানোর খরচও অনেক। খবর তাই সব দিক বিবেচনা করে আপাতত মহারাষ্ট্রের এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাগপুর-বিলাসপুর রুটি বন্দে ভারত এক্সপ্রেস এর উদ্বোধন হয় গত 11 ডিসেম্বর। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এই ট্রেনের উদ্বোধন করেন। কিন্তু পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় আপাতত এই ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

1493554732 921

এই সংক্রান্ত নোটিশ সামনে আসার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে অন্যান্য যে সব রুটে বন্দে ভারতে পর্যাপ্ত যাত্রী হচ্ছে না সেই সব রুটেও কি এই ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হবে? এই ব্যাপারে রেলের পক্ষ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি। বন্দে ভারতের এই রুটে এক্সিকিউটিভ শ্রেণির ভাড়া ছিল ২০৪৫ টাকা। সাধারণ চেয়ারকারের ভাড়া ছিল ১০৭৫ টাকা। রেল জানিয়েছে, যাঁরা ইতিমধ্যেই এই ট্রেনের জন্য টিকিট কেটেছিলেন তাদের টাকা রিফান্ড করে দেওয়া হবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর