বাংলাহান্ট ডেস্কঃ চীনা (China) হাঁটাও দেশ বাঁচাও, এই অভিযানের আরও একটি পদক্ষেপ জিতে নিল ভারত (india)। চীনা রাখি (Chinese Rakhi) সম্পূর্ণ রূপে বয়কট করে, এবারে মেড ইন ইন্ডিয়ার রাখিই উঠল ভারতের ভাইয়ের হাতে।
‘হিন্দুস্তানি রাখি’
গত ১০ ই জুন দেশজুড়ে ‘হিন্দুস্তানি রাখি’ ব্যবহারের সদ্ধান্ত নিয়েছিল ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)। চীন ভেবেছিল ভারতের পক্ষে চীনকে বাদ দিয়ে কোন কিছুই করা সম্ভব নয়। কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে ভারত প্রমাণ করে দিল, চীনের দ্রব্য ব্যবহার না করলেও, ভারতের মানুষ বেঁচে থাকবে। আত্মনির্ভর ভারতের পথে এগোচ্ছে ভারত।
নিষিদ্ধ হয়েছে চীনা অ্যাপ
সীমান্ত এলাকায় বাড়তে থাকা উত্তেজনের মধ্যে মোদী সরকার এবং সেইসঙ্গে সমস্ত ভারতবাসী চীনের সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে মুখীয়ে রয়েছে। পূর্বেই সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে ১০৬ টি চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সেইসঙ্গে চীন পণ্য বর্জন তো লেগেই আছে। এবার সেই দলে পড়ল রাখিও।
ঝটকা পেল চীন
প্রতি বছর রাখির সময় ভারতে প্রায় ৬ হাজার কোটি টাকার রাখির ব্যবসা হয়। কিন্তু এতকাল যাবত ওই ৬ হাজার কোটি টাকার মধ্যে ৪ হাজার কোটি টাকার রাখি চীন থেকে আমদানি করা হত। আর মাত্র ২ হাজার কোটি টাকার রাখি থাকত ভারতের। কিন্তু এবারে ঘটল সম্পূর্ণ উল্টো, সমস্ত বাজারই ছেয়ে গেল ভারতের তৈরি রাখিতে। আমদানি হল না একটিও চীনা রাখি। ফলে ৪ হাজার কোটি টাকার একটা বড় ঝটকা পেল চীন।
তৈরি হয়েছিল প্রায় ১ কোটি রাখি
সমগ্র দেশ জুড়ে অঙ্গনওয়াড়ি কর্মী ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে যুক্ত মহিলাদের হাত দিয়েই এবার প্রায় ১ কোটি রাখি তৈরি করা হয়েছিল। আবার কেউ কেউ ঘরে বসেই বিভিন্ন রকম রঙ ও ডিজাইনের রাখিও বানিয়েছিলেন। সেইসব রাখি তুলে দেওয়া হয়েছিল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সকে।