ব্যাঙ্কের চার্জ থেকে গাড়ির ইন্স্যুরেন্স, আজ থেকেই বেড়ে গেল সবকিছুর চার্জ! সরাসরি টান পড়বে পকেটে

বাংলা হান্ট ডেস্ক নতুন মাস শুরু হতে না হতেই পরিবর্তিত হল একগুচ্ছ নিয়ম। গৃহঋণে সুদের হার থেকে শুরু করে বীমার খরচ বৃদ্ধি, সবকিছুতেই এবার এসেছে নয়া নিয়ম। আর যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। এমতাবস্থায়, জেনে নিন জুন মাসের শুরুতে কোন কোন ক্ষেত্রে হচ্ছে পরিবর্তন:

১. সোনায় হলমার্ক ট্যাগ: জানা গিয়েছে যে, চলতি মাস থেকেই সমস্ত ধরনের সোনায় বসতে চলেছে হলমার্ক ট্যাগ। অর্থাৎ এখন থেকে বিক্রেতারা কেবলমাত্র হলমার্ক সোনার গয়নাই বিক্রি করতে পারবেন। এর আগে ১৪ ক্যারেট, ১৮ ক্যারেট, ২০ ক্যারেট, ২২ ক্যারেট, ২৩ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার উপর হলমার্ক বসত। কিন্তু, এবার সোনা যত ক্যারেটেরই হোক না কেন, তার উপর বসাতে হবে এই ট্যাগ।

২. বাইকের ক্ষেত্রে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের খরচ বৃদ্ধি: জুন মাসেই বাড়তে চলেছে বাইকের ইন্স্যুরেন্সের খরচ। ইতিমধ্যেই কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের ঘোষণা অনুযায়ী জানা গিয়েছে যে, বিভিন্ন সিসি-র ইঞ্জিনের বাইকের জন্য থার্ড পার্টি বীমার প্রিমিয়াম বাড়ানো হচ্ছে। ৭৫ সিসি-র কম ইঞ্জিন ক্ষমতার দুই চাকার জন্য, থার্ড পার্টি ইনস্যুরেন্স কভারের দাম ১ জুন থেকে হবে ৫৩৮ টাকা। ৭৫ সিসি থেকে ১৫০ সিসি পর্যন্ত দুই চাকার জন্য বীমার প্রিমিয়ামের খরচ বেড়ে হবে ৭১৪ টাকা। পাশাপাশি, ১৫০ সিসি থেকে ৩৫০ সিসি পর্যন্ত বাইকের প্রিমিয়াম খরচ হয়েছে ১,৩৬৬ টাকা। এছাড়াও, ৩৫০ সিসি-র বেশি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন দু’চাকার ক্ষেত্রে বীমা খরচ হবে ২,৮০৪ টাকা।

৩. চার চাকার থার্ড পার্টি ইন্স্যুরেন্স: বাইকের পাশাপাশি, ব্যক্তিগত চার চাকার গাড়ির ক্ষেত্রেও বাড়তে চলেছে প্রিমিয়ামের খরচ। জানা গিয়েছে ১ জুন থেকে ১,০০০ সিসি-র কম ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন গাড়ির ক্ষেত্রে বীমার খরচ হবে ২,০৯৪ টাকা। অপরদিকে, ১,০০০ সিসি থেকে ১,৫০০ সিসি-র ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন গাড়ির জন্য প্রিমিয়াম বেড়ে হয়েছে ৩,৪১৬ টাকা। পাশাপাশি, ১,৫০০ সিসি-র ওপরে থাকা গাড়িগুলির জন্য, বীমার দাম হবে ৭,৮৯৭ টাকা।

৪. গৃহঋণে বেড়েছে সুদের হার: ১ জুন থেকেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) গৃহঋণের ক্ষেত্রে সুদের হার ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭.০৫ শতাংশ করেছে। পাশাপাশি, SBI-এর ওয়েবসাইট অনুযায়ী জানা গিয়েছে, এই বর্ধিত সুদের হার আজ অর্থাৎ ১ জুন, ২০২২ থেকে কার্যকর হবে।

৫. ইন্ডিয়া পোস্টে চালু হবে আধার ভিত্তিক লেনদেন: চলতি মাস থেকেই এবার আধার ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালু করতে চলেছে ইন্ডিয়া পোস্ট। জানা গিয়েছে, এর ফলে গ্রাহকেরা মাসের প্রথম আধার ভিত্তিক টাকা তোলা বা টাকা জমা দেওয়া ছাড়াও মিনি স্টেটমেন্ট বের করতে পারবেন বিনামূল্যে। যদিও, দ্বিতীয় লেনদেন থেকে দিতে হবে ২০ টাকা, সঙ্গে লাগু হবে জিএসটি। এই নিয়ম আগামী ১৫ জুন থেকে কার্যকর হবে দেশ জুড়ে।

MONEY IN HANDS

৬. পরিষেবা চার্জ বাড়াচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক: চলতি মাস থেকেই অ্যাক্সিস ব্যাঙ্ক স্যালারি এবং সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য পরিষেবা চার্জ বাড়িয়েছে। পাশাপাশি নতুন নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কে ন্যূনতম ব্যালেন্স ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হয়েছে। আর এভাবেই উপরে উল্লিখিত নয়া নিয়মগুলির জেরে প্রভাবিত হবেন সাধারণ মানুষ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর