ইরান-ইজরায়েল সংঘর্ষের এফেক্ট! ধনকুবেররা হারালেন ২৩,৩৯,৯৭,৮২,০০,০০০ টাকা, কার বেশি ক্ষতি?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ইরান ও ইজরায়েলের (Iran-Israel Conflict) মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে সোমবার সমগ্ৰ বিশ্বের শেয়ার বাজারে ব্যাপক পতন হয়েছে। যার ফলে প্রভাবিত হয়েছেন ধনকুবেররাও। জানা গিয়েছে যে, বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির মোট সম্পদে প্রায় ২৮ বিলিয়ন ডলার অর্থাৎ, ২৩,৩৯,৯৭,৮২,০০,০০০ টাকা হ্রাস পেয়েছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, সোমবার বিশ্বের শীর্ষ ১৫ ধনী ব্যক্তির মধ্যে মাত্র দু’জনের সম্পদের পরিমাণ বেড়েছে।

তাঁদের মধ্যে প্রথম স্থানে থাকা ফ্রান্সের বার্নার্ড আর্নল্টের মোট সম্পদ ২.৯১ বিলিয়ন ডলার বেড়ে ২১৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। পাশাপাশি, বিশ্বের ১৫ তম ধনী ব্যক্তি স্পেনের আমানসিও ওর্তেগার মোট সম্পদ ১.০৮ বিলিয়ন ডলার বেড়েছে। এদিকে, গত সোমবার সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েন ইলন মাস্ক। তাঁর মোট সম্পদ ৬.৮৪ বিলিয়ন ডলার কমেছে।

Due to the Iran-Israel conflict, the billionaires have suffered.

এদিকে, ধনকুবেরদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তথা অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদের পরিমাণ ৩.১১ বিলিয়ন ডলার কমে এখন ২০৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ১৭৮ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইলন মাস্ক। ফেসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মের সিইও মার্ক জুকারবার্গের মোট সম্পদ ৪.০৮ বিলিয়ন ডলার কমে ১৭৮ বিলিয়ন ডলার হয়েছে।

আরও পড়ুন: দাম ১১ কোটি, আর IPL-এ খেলবেন না ম্যাক্সওয়েল! কারণ জেনে চমকে যাবেন

পাশাপাশি, সোমবার বিল গেটসের মোট সম্পদ ১.৬৫ বিলিয়ন ডলার কমেছে। এমতাবস্থায়, ১৫০ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ধনীদের তালিকায় তিনি পঞ্চম স্থানে রয়েছেন। এদিকে স্টিভ বলমারের মোট সম্পদের পরিমাণ ২.৬৯ বিলিয়ন ডলার, ল্যারি পেজের ২.৪৩ বিলিয়ন ডলার, ওয়ারেন বাফেটের ১.৩২ বিলিয়ন ডলার এবং সের্গেই ব্রিনের সম্পদ ২.৩০ বিলিয়ন ডলার কমেছে।

আরও পড়ুন: ধোনি-রিঙ্কু সিংয়ের থেকেও বড় ফিনিশার এই প্লেয়ার! প্রতিবার জেতায় হারা ম্যাচ

আম্বানি-আদানির সম্পদ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারত এবং এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির মোট সম্পদ সোমবার ৮০.৬ কোটি টাকা কমেছে। এমতাবস্থায়, তিনি ১১২ বিলিয়ন ডলারের সম্পদের সাথে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ১১ নম্বরে রয়েছেন। এই বছর তাঁর মোট সম্পদ ১৫.৬ বিলিয়ন ডলার বেড়েছে। এদিকে, সোমবার আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির মোট সম্পদ ২.৩৬ বিলিয়ন ডলার কমেছে। আপাতত তিনি ৯৯.৫ বিলিয়ন সম্পদের সাথে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ১৪ নম্বরে রয়েছেন। এই বছর তাঁর মোট সম্পদ ১৫.২ বিলিয়ন ডলার বেড়েছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X