এবার এই কাজ করলে নিমেষের মধ্যেই অ্যাকাউন্ট হয়ে যাবে খালি! গ্রাহকদের সতর্ক করল PNB

বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) গ্রাহক হন, তাহলে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট ব্যাঙ্ক তার লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য একটি সতর্কতা জারি করেছে। ব্যাঙ্ক জানিয়েছে যে সাইবার অপরাধীরা ব্যাঙ্কের ১৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রাহকদের একটি ভুয়ো বার্তা পাঠাচ্ছে।

যদিও, ব্যাঙ্কের তরফে এই ধরণের কোনো অফার দেওয়া হচ্ছে না এবং ব্যাঙ্ক বিষয়টি অনুমোদনও করেনি। মূলত, এটি একটি ভুয়ো লিঙ্ক। যার লক্ষ্য হল গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়া। এই প্রসঙ্গে ব্যাঙ্ক এক টুইট বার্তায় জানিয়েছে, যদি ব্যাঙ্কের ১৩০ বছর পূর্তি উপলক্ষ্যে আপনার কাছে কোনো বার্তা থাকে, তাহলে সাবধান হন। এই ধরণের লিঙ্ক ক্লিক বা শেয়ার করবেন না। এতে আপনি আপনার কষ্টার্জিত অর্থ হারাবেন।

মূলত, ব্যাঙ্কের তরফে গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে যে, ব্যাঙ্কের নামে পাঠানো কোনো মেসেজে ক্লিক না করতে। শুধু তাই নয়, ফেসবুক, টুইটার এবং হোয়াটস অ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত বার্তাগুলিও ক্রস চেক করা উচিত। যদি কেউ আপনার কাছে ব্যক্তিগত তথ্য যেমন নাম, আধার নম্বর, প্যান নম্বর বা ওটিপি, ব্যাঙ্কিং ডিটেলস যেমন অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট/ডেবিট কার্ড ইত্যাদির জন্য জিজ্ঞাসা করে, ভুল করেও এই বিবরণগুলি শেয়ার করবেন না। এগুলি আপনার অ্যাকাউন্টকে ঝুঁকিতে ফেলতে পারে।

জালিয়াতির নতুন উপায়: বর্তমান সময়ে দেশ তথা বিশ্বজুড়ে অনলাইনে লেনদেনের প্রবণতা ক্রমশ বাড়ছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার জালিয়াতির ঘটনাও। মূলত, সাইবার অপরাধীরা জালিয়াতির ক্ষেত্রে নিত্যনতুন পন্থা অবলম্বন করছে। এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই KYC এবং প্যান আপডেটের নামে প্রতারণা চলছে। কখনও ফোন করে অথবা কখনও মোবাইলে লিঙ্ক পাঠিয়ে আবার কখনও অন্য মাধ্যমে গ্রাহকদের ফাঁদে ফেলা হয়।

https://twitter.com/pnbindia/status/1649669113608798209?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1649669113608798209%7Ctwgr%5E392ca0a21be06a588c958b0fdd831e25b766499c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnavbharattimes.indiatimes.com%2Fbusiness%2Fbusiness-news%2Fpnb-issues-important-advisory-to-its-customers-not-to-click-this-link%2Farticleshow%2F99706471.cms

এমতাবস্থায়, ব্যাঙ্কগুলি জানায় যে গ্রাহকদের অনলাইন KYC এড়িয়ে চলা উচিত এবং এই কাজটি কেবল শাখায় গিয়েই করা উচিত। সাইবার অপরাধীরা আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার অজুহাতে KYC বা PAN আপডেটের জন্য বলে। পাশাপাশি, তারা একটি লিঙ্কও পাঠায়। যেখানে ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হয়। এরপর কয়েক মিনিটের মধ্যেই গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা উধাও করে ফেলে অপরাধীরা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর