বাংলা হান্ট ডেস্ক: এমনিতেই বর্তমান সময়ে অত্যধিক গরমের কারণে রীতিমতো জর্জরিত সবাই। যার কারণে ব্যবহার বেড়েছে AC, ফ্যান এবং কুলারের। এমতাবস্থায়, বিদ্যুতের (Electricity) প্রয়োজনীয়তাও অনেকটাই বেড়েছে। কিন্তু, এই আবহেই এবার গ্রাহকদের জন্য একটি দুঃসংবাদ সামনে এসেছে।
সাধারণত গ্রীষ্মকালে প্রতিটি বাড়িতেই বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় বিলের পরিমানও অনেকটাই বেড়ে যায়। তবে, এবার জানা গিয়েছে CESC (Calcutta Electric Supply Corporation Limited) বিদ্যুতের দাম বাড়াতে চলেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, জ্বালানি এবং বিদ্যুৎ ক্রয় খাতে যে বাড়তি খরচ করা হয়েছিল সেটাই এবার গ্রাহকদের কাছ থেকে তোলার জন্য “Fuel and Power Purchase Adjustment Surcharge” অর্থাৎ FPPAS বিদ্যুৎ বিলের সাথে যুক্ত করা হবে।
তবে, এটাও জানা গিয়েছে যে এখনই সেই চার্জ না নেওয়া হলেও এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশিকার অপেক্ষায় রয়েছেন CESC-র আধিকারিকরা। এমতাবস্থায়, আগামী মে মাস থেকে এই FPPAS চার্জ লাগু হতে পারে। এদিকে, এই চার্জের পরিপ্রেক্ষিতে শহরবাসীর বিদ্যুতের ক্ষেত্রে খরচের পরিমাণ বাড়তে পারে ১০ থেকে ১৫ শতাংশ।
যদিও, WBSEDCL অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা অথবা CESC হঠাৎ করে এই খরচ বৃদ্ধি করে না। উল্লেখ্য যে, CESC ৪ থেকে ৫ বছর আগেই বিদ্যুতের দাম বাড়িয়েছিল। এদিকে, ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফে শুরু করা হয়েছে বিদ্যুৎ (সংশোধনী) বিধি, ২০২২। এই নতুন নিয়ম অনুযায়ী, বিদ্যুতের দামের বৃদ্ধির প্রসঙ্গে জানানো হয়েছে অন্য কোনো সামগ্রীর দাম বাড়লে সেই খরচ গ্রাহকদের কাছ থেকে পরবর্তী দু’মাসে তুলে নিতে পারবে সংশ্লিষ্ট সংস্থা।
আর এই নিয়মকে সামনে রেখেই মার্চ মাসে CESC-র তরফে পাঠানো বিলের দ্বিতীয় পৃষ্ঠায় কেন্দ্র সরকারের নিয়মের কথা উল্লেখ করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে সামগ্রিকভাবে আশঙ্কা করা হচ্ছে যে, খুব দ্রুতই বাড়তে চলেছে বিদ্যুতের বিল।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট