বাংলা হান্ট ডেস্ক: পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের (Mount Everest) উচ্চতা এখনও বাড়ছে। এটি এমন একটি প্রক্রিয়ার অংশ যেটি ৮৯,০০০ বছর আগে শুরু হয়েছিল। যেখানে একটি নদীর বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। ওই নদীর কারণে সৃষ্ট ক্ষয় মাউন্ট এভারেস্টের উচ্চতাকে প্রভাবিত করছে। এই বিষয়টির পরিপ্রেক্ষিতে ইউনিভার্সিটি কলেজ লন্ডন সম্প্রতি একটি গবেষণা করেছে। যেখানে গবেষকরা বলেছেন যে, একটি নদী মাউন্ট এভারেস্ট থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে প্রবাহিত হয়। ওই নদীর নাম অরুণ নদী। যেটি মাউন্ট এভারেস্টের চারপাশ থেকে ক্রমাগত পাথর এবং মাটি কেটে ফেলছে। যার কারণে মাউন্ট এভারেস্টের উচ্চতা ক্রমশ বাড়ছে।
ক্রমশ উচ্চতা বাড়ছে মাউন্ট এভারেস্টের (Mount Everest):
গবেষকরা বলছেন, ওই স্থানে একটি বিস্ময়কর প্রক্রিয়া চলছে। মূলত, নদী যখন সেখান থেকে পাথর এবং মাটি অপসারণ করে, তখন সব থেকে ওপরের স্তর যেটি “ক্রাস্ট (Crust)” নামে বিবেচিত হয় সেটি ওপরের দিকে চাপ দিতে শুরু করে। আর এই কারণেই মাউন্ট এভারেস্টের (Mount Everest) উচ্চতা বেড়ে চলেছে। রিপোর্ট অনুযায়ী, একে বলা হয় আইসোস্ট্যাটিক রিবাউন্ড। এই প্রক্রিয়ার কারণে, মাউন্ট এভারেস্ট এবং এর আশেপাশের চূড়াগুলি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
এই গবেষণার সহ-লেখক অ্যাডাম স্মিথ প্রক্রিয়াটিকে একটি জাহাজে কার্গো লোড কমানোর অনুরূপ হিসেবে ব্যাখ্যা করেছেন। লোড কমে যাওয়ার সাথে সাথে জাহা আরও হালকাভাবে ভাসতে শুরু করে। তার মানে সেটি জলের ওপরে ভাসতে শুরু করে। একইভাবে, পৃথিবীর ওপরের স্তরটি হালকা হয়ে গেলে, সেটিও ওপরের দিকে উঠতে শুরু করে। স্মিথ বলেছেন যে, অরুণ নদীর ক্ষয়ক্ষতির কারণে মাউন্ট এভারেস্টের (Mount Everest) উচ্চতা প্রতি বছর ২ মিমি বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন: দীর্ঘ ৯ বছরে এই প্রথম! চলতি মাসেই পাকিস্তান সফরে যাবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর, সামনে এল বড় আপডেট
এদিকে, সময়ের সাথে সাথে এই প্রক্রিয়ায় এপর্যন্ত মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় ৫০ মিটার বেড়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের (Mount Everest) উচ্চতা বর্তমানে ৮,৮৪৮ মিটার। এদিকে, মাউন্ট এভারেস্টের উত্থানের কারণ হিসেবে ধরা হয় টেকটনিক প্লেটের সংঘর্ষ। কথিত আছে যে ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে এই পর্বতের জন্ম হয়েছে। এই ঘটনাটি ঘটেছিল প্রায় ৫ কোটি বছর আগে।
আরও পড়ুন: কোহলি নয়, এই ভারতীয় খেলোয়াড় করেন সবচেয়ে বেশি স্লেজিং! অবশেষে ফাঁস হল নাম
যদিও, এখন নদীর ভাঙন এই এলাকাকে রূপ দিচ্ছে। ইউরেনাস নদী পৃথিবীর ওপরের পৃষ্ঠ থেকে উপাদান বহন করে। যার ফলে তার নিচের দু’টি স্তর, ক্রাস্ট এবং ম্যান্টেল সেই অনুযায়ী সামঞ্জস্য করতে পারে এবং পাহাড়ের উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে।