সুখবর! শীঘ্রই সস্তা হতে পারে বাইক-স্কুটার, এই কারণে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে সরকার

বাংলা হান্ট ডেস্ক: এবার যানবাহন বিক্রেতাদের সংস্থা Federation of Automobile Dealers Associations (FADA) দু’চাকার যানবাহনের উপর পণ্য ও পরিষেবা করের (GST) হার ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার দাবি জানিয়েছে। এই প্রসঙ্গে FADA জানিয়েছে যে, দু’চাকার গাড়ি লক্ষ লক্ষ মানুষের কাছে একটি প্রয়োজনীয় বিষয়। এমতাবস্থায়, “প্রয়োজনীয়” বিভাগটিকে “বিলাসিতা” হিসেবে শ্রেণিবদ্ধ করা উচিত নয়।

পাশাপাশি, ইতিমধ্যেই এই বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী, GST কাউন্সিলের সমস্ত সদস্য, যানবাহন সেক্টরের তত্বাবধানকারী ভারী শিল্প মন্ত্রক এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের কাছে FADA আবেদন করেছে। পাশাপাশি, FADA বিবৃতির মাধ্যমে জানিয়েছে, “সময়োপযোগী এবং সিদ্ধান্তমূলক হস্তক্ষেপ দু’চাকার যানবাহনগুলিকে আরও সাশ্রয়ী করে তোলার পাশাপাশি এটির চাহিদা পুনরুজ্জীবিত করতে সহায়তা করবে। এর ফলে এই শিল্পকে ঘুরে দাঁড়াতেও সাহায্য করবে। যা গত কয়েক বছরে বিক্রির ক্ষেত্রে ব্যাপক হ্রাস পেয়েছে।”

এদিকে, Federation of Automobile Dealers Associations-এর প্রেসিডেন্ট মনীশ রাজ সিংহানিয়া জানিয়েছেন, “বর্তমানে দু’চাকার গাড়ির শিল্প একটি সঙ্কটময় মোড়ে রয়েছে। কারণ এটি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, কঠোর নির্গমনের নিয়ম এবং করোনার পরবর্তী প্রভাবগুলির মতো অভূতপূর্ব চ্যালেঞ্জগুলির সাথে লড়াই করছে।”

তিনি বলেন, “এখন টু-হুইলারগুলিতে GST-র হার কমানোর জন্য GST কাউন্সিলের সঠিক সময়। যার ফলে সাধারণ মানুষের কাছে এই যানবাহন আরও সুলভ করে তোলা যাবে।” এছাড়াও, সিংহানিয়া জানান, কর কমানো হলে এই শিল্প গতিলাভ করবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। যা দেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধিকে উৎসাহিত করবে।

whatsapp image 2023 05 19 at 3.48.36 pm

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, সম্প্রতি সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স জানিয়েছে যে, ২০২৩-এর এপ্রিল মাসে দু’চাকার যানবাহনের বিক্রি ১৫.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩,৩৮,৫৮৮ হয়েছে। এদিকে, সিয়ামের মহানির্দেশক, রাজেশ মেনন জানান, “গত বছরের তুলনায় ২০২৩ সালের এপ্রিলে দু’চাকার গাড়ি বিক্রির পরিমাণ ১৫.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর