গীতা-কথা সবাই ফেল, দেবা-আঁখিকেই চোখে হারাচ্ছে দর্শক! বড় চমক আসছে ‘দুই শালিক’এর TRP-তে?

বাংলাহান্ট ডেস্ক : স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘দুই শালিক’। বোনদের গল্পে বরাবর টিআরপি থেকেছে বেশি। সেই মন্ত্রে ভর করেই যমজ বোনের গল্প নিয়ে এসেছে স্টার জলসা চ্যানেল। দু জোড়া জুটির গল্প এখন কার্যত গোগ্রাসে গিলছেন দর্শক। নতুন প্রজন্মের শিল্পীদের অভিনয় বেশ পছন্দ করছেন সকলে।

বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন ছড়ায় সিরিয়ালের (Serial)

সিরিয়ালে (Serial) টিআরপির উত্থান পতন তো লেগেই থাকে। গল্পের নানান মোড়ে বদলাতে থাকে নম্বর। বিগত কয়েক সপ্তাহ ধরে একাধিক চড়াই উতরাই পেরিয়ে এসেছে দুই শালিক। কখনো টিআরপি বেড়েছে, কখনো আবার অনলাইন টিআরপিতে বড়সড় মার খেয়েছে ধারাবাহিকটি। মাঝে আবার সিরিয়াল (Serial) বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন তীব্র হয়েছিল।

Dui shalik serial trp may rise for this reason

জনপ্রিয়তায় এগিয়ে দেবা আঁখি: আসলে মাঝে হঠাৎ করেই পরপর সমস্ত রহস্য ফাঁস করে দেওয়া হচ্ছিল গল্পে। এমতাবস্থায় গুঞ্জন ছড়ায়, এবার সম্ভবত ফুরোলে বসেছে সিরিয়ালের (Serial) গল্প। তবে কার্যক্ষেত্রে অবশ্য তেমনটা দেখা যায়নি। বরং নতুন নতুন টুইস্ট এনে জমে উঠেছে সিরিয়াল। দু জোড়া জুটিকেই বেশ পছন্দ করছেন দর্শক। তবে দেবা আঁখি জনপ্রিয়তার দিক দিয়ে রয়েছে এগিয়ে।

আরো পড়ুন : আটটার স্লট নিয়েই কাড়াকাড়ি, TRP দিতে না পারায় ৫ মাসেই বন্ধ আরেক সিরিয়াল! এইদিনেই অন্তিম সম্প্রচার

বাস্তবেও প্রেমের গুঞ্জন: দুজনের অনস্ক্রিন রসায়নের ভক্ত হয়ে উঠেছেন দর্শকরা। এমনকি গুঞ্জন বলছে, দেবা আঁখি (Serial) ওরফে অর্কপ্রভ এবং তিতিক্ষা নাকি বাস্তবেও প্রেম করছেন। সত্যি নাকি গুঞ্জন? সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অর্কপ্রভ বলেন, চর্চায় থাকতে বেশ ভালোই লাগে।

আরো পড়ুন : দুই শিশুশিল্পীই জমিয়ে দিচ্ছে সিরিয়াল, শুটের ফাঁকে ‘দুগ্গামণি’র হাত ধরে “গুরুগম্ভীর” আলোচনা ফুগলার

অন্যদিকে তিতিক্ষা জানালেন, ঝিলিক ওরফে নন্দিনীর সঙ্গে তাঁর চেহারাগত মিল থাকলেও দেবার সঙ্গে নাকি ঝিলিকের স্বভাবে অনেক মিল রয়েছে। দর্শকরা প্রচুর ভালোবাসা দিচ্ছেন এই জুটিকে। অনেকের মতেই, ‘দেবাঁখি’ বাস্তবেও জুটি বাঁধলে তা সিরিয়ালের টিআরপির ক্ষেত্রেই ভালো হবে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর