বয়কট সংষ্কৃতি সোশ‍্যাল মিডিয়ার ফসল, এসব সাউথে কেউ কোনোদিন শোনেইনি! বিষ্ফোরক দুলকার সলমন

বাংলাহান্ট ডেস্ক: বয়কট সংষ্কৃতির (Boycott Culture) দাপটে অতিষ্ঠ বলিউড (Bollywood)। প্রথম সারির খান, কুমার তারকাদের থেকে শুরু করে দ্বিতীয় সারির অভিনেতা অভিনেত্রীরাও বাদ যাননি নেটিজেনদের রোষ থেকে। তারকাদের পুরনো সাক্ষাৎকারের বিষ্ফোরক মন্তব‍্য খুঁড়ে বের করে এনে নতুন করে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। বয়কট সংষ্কৃতির বলি হয়েছেন আমির খান, অক্ষয় কুমার, তাপসী পন্নুর মতো অভিনেতা অভিনেত্রীরা।

অথচ দক্ষিণ ইন্ডাস্ট্রিতে উলটো ছবি। বড়, ছোট বাজেটের প্রায় সব ছবিই হিট, সুপারহিট নয়তো ব্লকবাস্টার হিট। অভিনেতা অভিনেত্রীদের কার্যত ঈশ্বর জ্ঞানে পুজো করেন দক্ষিণী ছবির দর্শকরা। বয়কটের কথা সেখানে কেউ শোনেইনি।

Dulquer Salmaan 1
সম্প্রতি এমনি মন্তব‍্য করলেন দুলকার সলমন (Dulquer Salmaan)। মালয়ালম ইন্ডাস্ট্রির সুপারস্টার বলিউডি ছবিতেও অভিনয় করেছেন। তবে সোনম কাপুরের বিপরীতে ‘দ‍্য জোয়া ফ‍্যাক্টর’ একেবারেই চলেনি বক্স অফিসে। কিন্তু দক্ষিণে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। বিশেষ করে সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘সীতা রমন’ এর সাফল‍্যের পর কার্যত আকাশে উড়ছেন দুলকার।

বলিউড হোক বা দক্ষিণী ইন্ডাস্ট্রি, সবই ভারতীয় সিনেমার অন্তর্গত। অথচ দুই ইন্ডাস্ট্রির মধ‍্যে কী আকাশ পাতাল ফারাক। বলিউডের একের পর এক ছবি যখন বয়কট করা হচ্ছে তখন দক্ষিণের ভাণ্ডার ফুলেফেঁপে উঠছে পরপর ব্লকবাস্টারে। বলিউডের দোষটা কী যে এ ভাবে বয়কটের মুখে পড়তে হয়েছে? দুলকার যা উত্তর দিয়েছেন তা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সিনেপাড়ায়।

অভিনেতার মতে, সবটাই হচ্ছে সোশ‍্যাল মিডিয়ার জন‍্য। নেটদুনিয়ার জন‍্য বয়কট সংষ্কৃতির এত বাড়বাড়ন্ত। মানুষ সোশ‍্যাল মিডিয়ায় যা খুশি তাই লিখতে পারি। আর সেটাই হচ্ছে। দায়িত্বজ্ঞানহীন ভাবে স্বার্থ চরিতার্থ করতে মানুষ যা পারছে তাই লিখছে। দক্ষিণে বয়কট সংষ্কৃতি বলে কিছুই নেই। বলিউডের দৌলতে এই প্রথম এমন কিছু শোনা যাচ্ছে বলে মন্তব‍্য করেন দুলকার।

হিন্দুদের ধর্মাবেগে আঘাত এবং ভারত বিরোধী মন্তব‍্যের অভিযোগে বলিউড তারকাদের ছবি বয়কট করছেন নেটনাগরিকরা। বারংবার হিন্দু ধর্মাবলম্বী মানুষের আবেগে আঘাত করছে বলিউড, এমনি বিষ্ফোরক অভিযোগ উঠেছে ইন্ডাস্ট্রির বিরুদ্ধে। প্রমাণ হিসাবে অভিনেতা অভিনেত্রীদের পুরনো মন্তব‍্যও তুলে ধরেছেন নেটিজেনরা।

পাশাপাশি অভিযোগ উঠেছে, দর্শকদের নাকি পাত্তাই দেন না বলিউড তারকারা। করিনা কাপুর খান, আলিয়া ভাটের কিছু মন্তব‍্য প্রমাণ হিসাবে তুলে ধরে সিনেমা বয়কটের ডাক দিয়েছিল অধিকাংশ নেটনাগ‍রিকরা। তবে লাল সিং চাড্ডা বয়কট করতে সফল হলেও হিট হয়েছে ব্রহ্মাস্ত্র।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর