বাংলাহান্ট ডেস্কঃ বাংলার (West bengal) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) দেবী দুর্গা, তবে অসুর কিন্তু দুজন- নরেন্দ্র মোদী এবং অমতি শাহ, এমন বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী (Idris Ali)। বাংলায় বিজেপির চাণক্য তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল সমাবেশকে কটাক্ষ করে তাঁকে এবং দেশের প্রধানমন্ত্রীকে অসুর বলে অভিহিত করলেন হাওড়ার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি।
মুখ্যমন্ত্রী হলেন দেবী দুর্গা
বাংলার মানুষ জানে মুখ্যমন্ত্রী কিভাবে তাঁদের পাশে আছেন, তাঁদের কতটা সাহায্য করে যাচ্ছেন। তিনি এই সংকটের মধ্যেও দেবী দুর্গার মতো এগিয়ে এসেছেন তাঁর রাজ্যবাসির পাশে। তাই তারা মুখ্যমন্ত্রীকে দেবী দুর্গার আসনে বসিয়েছেন। তাঁকে কেউ অপমান করলে, তারা ছেড়ে কথা বলবে না- এমনই কথা শোনা গেল তৃণমূল বিধায়ক ইদ্রিস আলীর কন্ঠে।
মোদী-শাহ অসুর
মমতা ব্যানার্জী দেবী দুর্গা হলে, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ হলেন অসুর, বলেও গেরুয়া শিবিরকে বিঁধলেন তিনি। বাংলায় শাহর ভার্চুয়াল সভাকে কটাক্ষ করে তিনি বলেন, মানুষের এই দুর্দশার দিনে তারা মানুষের পাশে এবং করোনা রোগীদের পাশে না দাঁড়িয়ে, অন্য কাজে জলের মত টাকা খরচা করে চলেছেন। তাঁদের এই অরাজকতা মানুষ কিছুতেই মেনে নেবে ন।
দেশের চাবিকাঠি থাকুক মমতা ব্যানার্জীর হাতে
পাশাপাশি তিনি আরও বললেন, মুখ্যমন্ত্রীকে বারবার অপমানের জবাব দেবে মানুষই। তারা বেশি বাড়াবাড়ি করলে, বাংলার মানুষ তাঁদের পেটাতেও পারে। দেশবাসী চাইছে মমতা ব্যানার্জীর হাতেই থাকুক দেশের চাবিকাঠি। আর কেন্দ্রের দল তাঁদের তো কোন গুরুত্বই নেই। তারা এখানে একরকম কথা বলে, তো কেন্দ্রে গিয়ে আরেকরকম বলে।
সাহায্য করলেন আমফান বিধবস্তদের
বাউড়িয়ায় আমফানে ক্ষতিগ্রস্তদের ত্রিপল বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলেন ইদ্রিস আলি গত বৃহস্পতিবার। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূলের প্রাক্তন সভাপতি অসিত ব্যানার্জির সহাওতায় ২০০ জন আমফান বিধ্বস্ত মানুষের হাতে ত্রিপল তুলে দেন। এবং সেই অনুষ্ঠানে তিনি মুখ্যমন্ত্রীকে দেবী দুর্গার সাথে তুলনা করে মোদী জি স্বরাষ্ট্রমন্ত্রীকে অসুরের সমান বলে ব্যাখ্যা করেন।