বাংলা হান্ট ডেস্ক ,ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম পূর্বাশা এবার ৩৭ তম বর্ষ। পুজোর বাজেট ১৪ লক্ষ টাকা। পুজোর থিম ‘অগ্নিশিখা’। এই পুজোর বিশেষত্ব হল এক হাজার দুর্গা। ১২০ ফুটের প্যান্ডেলের বাইরে দেখা মিলবে এক হাজার হাতের দুর্গা। ফাইবার দিয়ে এক হাজার হাতের দুর্গা তৈরি করা হচ্ছে।
মন্ডপের দু’ধারে অগ্নিশিখা আলোক সজ্জার দিয়ে ফুটে উঠবে। মন্ডপের ভিতরে সুতো দিয়ে নক্সার কাজ দেখতে পাওয়া যাবে। প্যান্ডেলের সঙ্গে মানানসই সাবেকি প্রতিমা। প্লাস্টিক বর্জনের জন্য সচেতনতা বার্তা দেওয়া হবে। পঞ্চমী, দশমী ও একাদশীতে সাংস্কৃতিক অনুষ্ঠান। ঝাড়গ্রামের সেবায়তনের মূক ও বধির পড়ুয়ারাদের নবমীর দিনে নতুন জামাকাপড়, পড়াশুনার সামগ্রী দেওয়া হবে।
এর পাশাপাশি ওই পুড়ুয়াদের অন্নভোগ খাওয়ানো ও শহরের বিভিন্ন পুজো দেখাবে এই পুজো কমিটির উদ্যোক্তারা।
কন্যাভ্রুণ হত্যা,‘সেফ ড্রাইভ সেভ লাইভ’, কন্যাশ্রীর বার্তা দেওয়া হবে। পুজো কমিটির সম্পাদক সোমনাথ পান্ডে বলেন, প্রতি বছর আমাদের পুজোয় চমক থাকে। এবারের চমক হল এক হাজার হাতের দুর্গা। সঙ্গে পুজো থেকে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হবে।