পুজোর ছুটি নষ্টে শুরু, নষ্টেই শেষ! আগেভাগেই জানুন আগামী বছর দুর্গাপুজোর দিনক্ষণ

বাংলা হান্ট ডেস্কঃ এক বছরের অপেক্ষা শেষে আবার দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে বাঙালি। আজ মহাষষ্ঠী। এদিকে এই বছরের পুজো শুরু হতেই অনেকে আবার আগামী বছরের নির্ঘণ্ট নিয়ে উদগ্রীব হয়ে গিয়েছেন। এমতাবস্থায় প্রকাশ্যে এসেছে আগামী বছরের শারদীয়ার (Durga Puja 2025) সম্পূর্ণ সূচি। মহালয়া থেকে বিজয়া দশমী, কত তারিখে কী পড়েছে জেনে নেওয়া যাক।

  • ২০২৫ সালের দুর্গাপুজোর (Durga Puja 2025) সম্পূর্ণ সূচি!

দুর্গাপুজো মানে যেমন হইহই করে কয়েকটা দিন কাটানো। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা, কব্জি ডুবিয়ে খাওয়া। তেমনই লম্বা ছুটিও! কাজের চাপ ছেড়ে এই কয়েকটা দিন উৎসবের মেজাজে মেতে ওঠেন অধিকাংশ মানুষ। তবে আগামী বছর দুর্গাপুজোর বেশ কয়েকটা ছুটি (Holiday List) মাটি হতে চলেছে! নির্ঘণ্ট প্রকাশ্যে আসতেই জানা গিয়েছে সেকথা।

আগামী বছর ২১ সেপ্টেম্বর মহালয়া (Mahalaya) পড়েছে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সেদিন দেবীপক্ষের সূচনা। সেই দিনটা রবিবার পড়েছে। সেদিন এমনিতেই স্কুল সহ বহু অফিস কাছারিতে সাপ্তাহিক ছুটি থাকে। ফলে সেদিনের ছুটি মাটিটা হবে। একইসঙ্গে বিজয়া দশমী পড়েছে ২ অক্টোবর। অর্থাৎ গান্ধী জয়ন্তীর দিন। সেদিনের ছুটিটাও নষ্ট!

আরও পড়ুনঃ অতিরিক্ত অহঙ্কার, আত্মবিশ্বাসেই ভরাডুবি? হরিয়ানার ফলাফলে প্রশ্নের মুখে কংগ্রেস! চাপে হাত শিবির?

আগামী বছর মা দুর্গার (Durga Puja 2025) বোধন তথা মহাষষ্ঠীও পড়েছে রবিবার। ২১ সেপ্টেম্বর মহালয়া। তার ঠিক এক সপ্তাহ পরেই মায়ের বোধন। ২০২৫ সালে ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী পড়েছে। সেটাও একটা রবিবার। ফলে সেই ছুটিটাও মাটি হতে চলেছে!

Durga Puja 2025

দুর্গাপুজো (Durga Puja) একাধিক ছুটি মাটি হলেও আগামী বছর লক্ষ্মীপুজোর ছুটিটা কিন্তু নষ্ট হবে না। ২০২৫ সালে ৬ অক্টোবর লক্ষ্মীপুজো পড়েছে। সেদিন সোমবার। অর্থাৎ লক্ষ্মীপুজোর ছুটি মাটি হওয়ার কোনও সম্ভাবনা নেই।

উল্লেখ্য, সপ্তাহব্যাপী উৎসব থাকলে বেশ কিছু ছুটি মাটি হয়। চলতি বছর যেমন ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিন মহালয়া পড়েছিল। ফলে সেই ছুটিটা মাটি হয়েছিল। উৎসবের শেষও হবে শনি এবং রবিবার। চলতি বছরের মতো আগামী বছরও দুর্গাপুজোর (Durga Puja 2025) বেশ কয়েকটা ছুটি মাটি হতে চলেছে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর