পুজোতে ২৫ হাজার দিয়ছে, তার মানে দিদির ছবি পুজো মন্ডবে লাগাতে হবে -দিলীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্ক-গত বছর থেকে পশ্চিমবঙ্গ সরকার কলকাতার ছোট-বড় একাধিক ক্লাব কে ১০হাজার টাকা করে অনুদান দিয়েছিল। এবছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন প্রতিটি ক্লাবকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে এবং ইলেকট্রিক বিলের উপর ২৫% ছাড় দেওয়া হবে।
এছাড়া পুজোর কার্নিভাল গুরুত্ব দিয়ে বিশ্বের মানচিত্রে তুলে ধরা হবে, ভিআইপি এবং সাধারন মানুষদের জন্য কোন পার্থক্য করা হবে না অর্থাৎ এবার থেকে আর ভিআইপি লাইন থাকবেনা।

   

গতকাল সেই পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বলেন মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছে হিন্দুদের পুজোতে যদি অনুদান দেওয়া না হয় তাহলে ভোটের রাজনীতি করতে পারবেনা। মমতা বন্দ্যোপাধ্যায় ২৫হাজার টাকা দিয়ছে মানে মুখ্যমন্ত্রী ছবি মণ্ডপের সামনে লাগাতে হবে।

মানে দিলীপ ঘোষ বোঝাতে চেয়েছেন সরকারি পয়সায় মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে প্রচার এর নয়া কৌশল কিন্তু তৃণমূল নেতৃত্ব তা মানতে নারাজ, তাদের দাবি ভারতবর্ষের তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা সরকার থেকে অনুদান দেওয়া হচ্ছে মানে পুজো কমিটিকে আরো উৎসাহ জাগিয়ে তোলা হচ্ছে তৃণমূল নেতৃত্ব কার্যত মিথ্যা প্রচার বলে দাবি করেছে। বিজেপি দিলীপ ঘোষ আরো বলেন ২৫হাজার টাকা করে অনুদান দিয়ে ক্লাবগুলোকে ভোটের রাজনীতিতে যুক্ত রাখা হয়ছে।

সিপিএমের সময় তারা ক্লাবগুলোকে অনুদান দিত তার পাল্টা হিসেবে মুখ্যমন্ত্রী ও অনুদান দিচ্ছেন বলে কটাক্ষ করেছেন বিজেপি। এদিকে বিজেপি এবছরই একাধিক পুজো কমিটির সাথে যুক্ত হয়েছে অর্থাৎ পুজো নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে তৃণমূল এবং বিজেপি

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর