ছুটি অতীত! এবার দুর্গাপুজোতেও করতে হবে কাজ! এক ঘোষণায় তোলপাড় বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো মানেই ছুটির আমেজ। কাজের চিন্তা ভুলে এই কয়েকটা দিন আনন্দে মেতে ওঠেন কমবেশি সকলে। তবে এবার আর তেমনটা হবে না! পুজোর এক মাস আগেই ঘোষণা করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্গাপুজোর (Durga Puja) দিনগুলোতেও এবার কাজ করতে হবে বিজেপির নেতা কর্মীদের।

  • দুর্গাপুজোর (Durga Puja) আগেই তোলপাড় করা ঘোষণা শুভেন্দুর

শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করেন নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক। ৬ নং মুরলীধর সেনে লেনে সেই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই শুভেন্দু বলেন, এবারের পুজোয় পদ্ম শিবিরের নেতা-কর্মীদের বিশেষ দায়িত্ব দেওয়া হবে। কী সেই দায়িত্ব? সেটাও জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

  • পুজোর দিনগুলোয় কী করবেন বিজেপির নেতা কর্মীরা?

সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু বলেন, দুর্গাপুজোর (Durga Puja) মণ্ডপের বাইরে কর্তব্যরত গেরুয়া শিবিরের নেতা কর্মীদের কাজ হবে ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের থেকে মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি সই সংগ্রহ করা। একইসঙ্গে তাঁদের আরও একটি দায়িত্ব দেওয়া হয়েছে। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর দলের একাধিক নেতা নেত্রীর মন্তব্যের কারণে অস্বস্তিতে পড়তে হয়েছিল তৃণমূলকে। পুজোর সময় ওই সকল মন্তব্যের রেকর্ডিং বাজানো হবে বলে জানান বিরোধী দলনেতা।

আরও পড়ুনঃ সোমবার থেকেই আবহাওয়ার ‘পাল্টি’! গরম সরিয়ে বৃষ্টি শুরু, কোন কোন জেলা ভিজবে?

শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘ওই সকল মন্তব্য নারীবিরোধী। আর সেটা রাজ্যের মানুষকে ভুলতে দিলে চলবে না। পুজোর সময় ওই সকল মন্তব্যের রেকর্ডিং বাজানো হবে’। কাদের কাদের বক্তব্যের রেকর্ডিং বাজানো হবে, ইতিমধ্যেই সেই তালিকাও তৈরি হয়ে গিয়েছে বলে খবর। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ থেকে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নাম সেই লিস্টে রয়েছে বলে জানা যাচ্ছে।

Suvendu Adhikari

দুর্গাপুজোর (Durga Puja) সময় বিজেপি নেতা কর্মীদের কী কী দায়িত্ব পালন করতে হবে সেকথা জানানোর পাশাপাশি নবান্ন-কালীঘাট-লালবাজার অভিযান নিয়েও মুখ খোলেন শুভেন্দু। আরজি কর কাণ্ডের প্রতিবাদে একদিনে এই তিন অভিযান করবেন বলে আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। যদিও সেই সময় এই ত্রিফলা কর্মসূচির দিনক্ষণ ঘোষণা করেননি। গতকাল বললেন, শীঘ্রই জানানো হবে।

রাজ্যের বিরোধী দলনেতা বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর অবধি ধর্না কর্মসূচি চলবে। এরপর ১৭ সেপ্টেম্বর একটি বৈঠক ডেকেছে পদ্ম শিবির। সেখানে আগামী কর্মসূচি নিয়ে আরও সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। শুভেন্দু জানান, গোটা সেপ্টেম্বর জুড়ে বিজেপির নেতা কর্মীরা স্টেশন, বাজার, বাসস্ট্যান্ডে পথসভা করবেন। পুজোর সময়ও এবার মিলবে না কোনও ‘ছুটি’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর