নবমী-দশমী কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি! দিন ধরে পুজোর আবহাওয়ার আপডেট, বড় ঘোষণা হাওয়া অফিসের

বাংলা হান্ট ডেস্ক: পুজোর কটা দিন আবহাওয়া (Weather Update) কেমন থাকবে, তা নিয়ে আম-বাঙালির মাথাব্যথার শেষ নেই। সকলেই চেয়ে তাকিয়ে রয়েছেন আবহাওয়া দফতর কী জানায় সেই দিকে। অবশেষে আনুষ্ঠানিকভাবে সুখবর শোনাল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে শুক্রবার দুপুরে বিশেষ বুলেটিন জারি করা হয়েছে। সেই বুলেটিনে বলা হচ্ছে, আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর, অর্থাৎ তৃতীয়া থেকে দশমীতে তেমন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: তৃতীয়া থেকে ষষ্ঠীতে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি (Rain) হবে না। তবে আকাশ আংশিক মেঘলা (Partly Cloudy) থাকতে পারে। সপ্তমী এবং অষ্টমী এই দু’দিন আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সেই সঙ্গে শুষ্কই থাকবে আবহাওয়া। তবে নবমী এবং দশমীর দিন দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায় (Kolkata) ৩০ থেকে ৪০ শতাংশ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০-৪০ শতাংশ, এর থেকেই বোঝা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। তবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে মূলত নবমী এবং দশমীতে। অর্থাৎ, পুজোর আবহাওয়া (Puja Weather) থাকবে মূলত রোদ ঝলমলেই, বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

উত্তরবঙ্গের আবহাওয়া: আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, তৃতীয়া থেকে ষষ্ঠী- এই চারদিন উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির (Light Rain) সম্ভাবনা রয়েছে। তবে পুজোর মূল চারদিন অর্থাৎ সপ্তমী থেকে দশমী পাহাড়ও হাসবে। ২১ থেকে ২৪ অক্টোবর উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। আকাশ থাকবে পরিষ্কারই (Clear Sky)।

weather pujo

অর্থাৎ, রাজ্যজুড়ে এবারের পুজো কাটবে দুর্যোগহীন। নবমী ও দশমীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা কম। ফলে ঝড়-বৃষ্টির তেমন কোনও সতর্কতা রইল না। যার জেরে এবারের পুজোর আবহাওয়া থাকবে মনোরম। এদিকে বাংলা থেকে শুক্রবারই বিদায় নিয়েছে বর্ষা। ফলে একইদিনে জোড়া সুখবর দিল হাওয়া অফিস। পুজোর আগে শেষ রবিবারেও পুজোর বাজার নির্বিঘ্নেই করতে পারবেন রাজ্যবাসী (West Bengal)।

Monojit

সম্পর্কিত খবর