আসছে বছর ১০ দিন আগে থেকেই শুরু হবে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব, দুর্গাপুজো নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্কঃ এবার আর মহালয়া থেকে নয়, দুর্গাপুজোর (durga puja) ১০ দিন আগে থেকেই উদযাপন শুরু হবে পুজোর- এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইউনেস্কোর তরফ থেকে হেরিটেজ তকমা দেওয়ার পরই এমন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

এবিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কলকাতাকেই সেরার সেরা হতে হবে। হেরিটেজ তকমার জন্যই আমরা সেলিব্রেশন করব। আগামী বছর অর্থাৎ ২০২২ সালে দুর্গাপুজোর ১০ দিন আগেই সেলিব্রেশন শুরু হয়ে যাবে। তবে ঠিক কিভাবে এই উৎসব পালন করা হবে, সেবিষয়ে কিছু না জানালেও বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো যে এবার ১০ দিন আগে থেকেই শুরু হয়ে যাবে, তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

durga puja 2021 goddess durga 10 weapons significance and given by which god during mahisasurmardini know lesser known facts of hindu mythology sixteen nine

সম্প্রতি জাতিসংঘের সাংস্কৃতিক ইউনিট ইউনেস্কো (UNESCO) দুর্গাপুজোকে ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ইউনেস্কো দুর্গাপুজোকে মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণাও করে দিয়েছে।১৩ ই থেকে ১৮ ই ডিসেম্বর প্যারিসে অনুষ্ঠেয় আন্তঃসরকার কমিটির ১৬ তম অধিবেশনের দ্বিতীয় দিনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটা শুধু বাংলার জন্যই নয়, গোটা ভারতবর্ষের জন্য একটা বড় খবর।

আবার চলতি সপ্তাহের মঙ্গলবার কলকাতা পুরভোটের ফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় ১৪৪ টির মধ্যে ১৩৪ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। আর তারপর বৃহস্পতিবার জয়ী প্রার্থীদের নিয়ে মহারাষ্ট্র নিবাসে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই এমনটা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, আগামী বছর থেকে ১০ দিন আগে থেকেই শুরু হয়ে যাবে দুর্গাপুজো।

Smita Hari

সম্পর্কিত খবর