আরেব্বাস! দুর্দান্ত প্যাকেজ রাজ্য সরকারের! সাবেকি প্রতিমা থেকে থিমের পুজো,জমিয়ে হবে প্যান্ডেল হপিং

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আকাশে সাদা তুলোর মতো পেঁজা মেঘ, পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরির প্রস্তুতি আর শপিংমলগুলোর সামনে লম্বা ভিড় জানান দিচ্ছে যে পুজোর আর বেশি দেরি নেই। পুজো মণ্ডপ থেকে শপিং, সব জায়গায় এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ২ রা অক্টোবর মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হবে মাতৃপক্ষ।

দুর্গাপুজোয় (Durgapuja) নয়া চমক

৮ থেকে ৮০, বিশ্বজুড়ে কোটি কোটি বাঙালি মেতে উঠবেন দুর্গাপুজোয় (Durgapuja)। বাংলা তো বটেই বিশেষ করে কলকাতার বিভিন্ন পুজো মন্ডপে প্রতি বছরই উপচে পড়ে মানুষের ভিড়। টালা থেকে টালিগঞ্জ, বাগবাজার থেকে বালিগঞ্জ, নতুন জামা-জুতো পরে প্যান্ডেল হপিংয়ের মজাটাই আলাদা।

আরোও পড়ুন : বিয়ে ঠিক হলেও অন্য নায়িকার বেডরুমে নৈশ অভিসার! হাতেনাতে ধরা পড়েন সলমন

তবে রাজ্যের পর্যটন দপ্তরের (West Bengal Tourism Development Corporation Ltd) পক্ষ থেকে দুর্গাপুজো (Durgapuja) উপলক্ষে নিয়ে আসা হয়েছে বিশেষ প্যাকেজ। যারা একটু স্বাচ্ছন্দে প্যান্ডেল হপিং করতে চান তাদের জন্য বিশেষ উদ্যোগ। ৩-৪ দিনের জন্য কলকাতা ও তার আশেপাশের পুজো মণ্ডপ ঘোরানোর ব্যবস্থা করেছে পর্যটন দপ্তর।

Durgapuja

বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, শারদোৎসব প্যাকেজ ২০২৪ (Sharadotsav Packages) এর অধীনে ৪ দিন এসি বাসে করে ঘোরানো হবে বিভিন্ন বিখ্যাত পুজো মণ্ডপ। কলকাতা (Kolkata) থেকে হুগলি (Hoogly), সাবেকি থেকে থিম পুজো, এই প্যাকেজে থাকছে একাধিক চমক।

Durgapuja

এক নজরে পুজোর প্যাকেজ :

• ৬ ও ৭ অক্টোবরের প্যাকেজের নাম  ‘উদ্বোধনী’। এইদিন রাত ১০ টা থেকে ভোর ৫টা পর্যন্ত ঘুরিয়ে দেখানো হবে কলকাতার সব সর্বজনীন পুজোগুলি।

• ১০ ও ১১ অক্টোবর ‘সনাতনী’ নামক প্যাকেজে সকাল ৮টা থেকে রাত ১২.৩০ পর্যন্ত ঘোরানো হবে কলকাতার বনেদি বাড়ির পুজোগুলি।

• এছাড়াও ১০ ও ১১ অক্টোবর হুগলির বিভিন্ন পুজো মণ্ডপ ঘোরানোর ব্যবস্থা করা হয়েছে। ওইদিন সকাল ৭ টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত এসি বাসে করে ঘুরিয়ে দেখানো হবে হুগলির ঐতিহ্যবাহী পুজোগুলি।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X