বাংলাহান্ট ডেস্ক: নেটপাড়ায় কতশতই না গান ভাইরাল (Viral Song) হয়। কিছুদিন চর্চায় থাকার পর একসময় হারিয়ে যায় সেসব গান। কিন্তু ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) এর ক্ষেত্রে তেমনটা হয়নি। বীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) গান গোটা ভুবনকে নাচিয়েছে। এখন উন্মাদনা অনেক কমে আসলেও বাজার থেকে সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি কাঁচা বাদাম। এবারেই দূর্গাপুজোর থিমে রয়েছে ভুবনের কাঁচা বাদাম।
কাঁচা বাদাম গান নিয়ে অনেক উন্মাদনা দেখেছে সকলে। তারকা থেকে আমজনতা, বেশিরভাগ মানুষই নেচে ফেলেছেন এই গানের তালে। ভুবন বাদ্যকর কাঁচা বাড়ি ছেড়ে পাকা বাড়িতে গিয়ে উঠেছেন। পেয়েছেন ‘শিল্পী’ তকমা। এমনকি তাঁর মূর্তি পর্যন্ত তৈরি করা হয়েছে কুমোরটুলিতে। এবার এক দূর্গাপুজোর থিম রাখা হয়েছে কাঁচা বাদাম।
মালদার রায়পাড়া আরতি সঙ্ঘের পুজোর থিম এবার কাঁচা বাদাম। পুজোয় দেবী প্রতিমার কারুকাজ করা হচ্ছে বাদামের খোলা, কার্ডবোর্ড, রঙিন সুতো দিয়ে। প্রতিমা শিল্পী সুশান্ত সরকার। মালদার এই পুজো ইতিমধ্যেই চর্চায় উঠে এসেছে থিমের সৌজন্যে। পাশাপাশি মালদার বিশ্বনাথ মোড়ের পুজোতেও রয়েছে কাঁচা বাদামের ছোঁয়া। সেখানেও দেবীর মূর্তি তৈরি হচ্ছে কাঁচা বাদাম এবং বাদামের খোলা দিয়ে।
শিল্পী সুশান্ত সরকার মালদার মোট ১৯ টি পুজোয় প্রতিমা তৈরি করছেন। তার মধ্যে কাঁচা বাদাম থিমের প্রতিমা বিক্রি হয়েছে ৮৫ হাজার টাকায়। মহালয়া প্রায় এসেই পড়ল। আর তারপরেই পুজো। তাই এখন দিনরাত এক করে কাজ করছেন শিল্পী। কাঁচা বাদাম থিমের দুই পুজো কেমন নজর কাড়ে সেটাই দেখার অপেক্ষা।
প্রসঙ্গত, প্রায় এক বছর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ‘কাঁচা বাদাম’ গান। বাদাম বিক্রির ফাঁকে সুর করে গাওয়া ভুবনের স্বরচিত গান নেটদুনিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে গোটা দেশ সহ অন্যান্য দেশেও। প্রথমে জনপ্রিয়তার কোনো ফায়দা তুলতে না পারলেও এখন ভুবন সম্পূর্ণ অন্য একজন মানুষ। কয়েক লাখ টাকা খরচ করে পাকা বাড়ি বানানোর পাশাপাশি একটি ইউটিউব চ্যানেলও খুলেছেন তিনি।