বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। সেই মত আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। চলছে জমি দখলের প্রস্তুতি। এরই মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি দুর্গাপুরে (Durgapur)। বছর শেষের আনন্দের মাঝেই ভর সন্ধ্যেয় বোমা পড়ল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) এক সক্রিয় কর্মী নিখিল রায়ের বাড়িতে। শুক্রবার ঘটনা ঘটেছে দুর্গাপুর চন্ডীদাস এভিনিউ এলাকায়।
ঠিক কী জানা যাচ্ছে? সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যেয় ওই এবিভিপি কর্মী নিজের বাড়িতে ছিলেন না। তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়েই সেই সময় বোমা পড়ে কর্মীর বাড়িতে। খবর পেয়ে তড়িঘড়ি বাড়িতে এসে তিঁনি দেখেন ঘর আচ্ছন্ন রয়েছে ধোঁয়ায়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমার বারুদ, সুতলি। ভর সন্ধ্যায় বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছেন এবিভিপি কর্মী নিখিল রায়। তাঁর অভিযোগ, বিস্ফোরণের ঘটনার পেছনে হাত রয়েছে তৃণমূলের (Trinamool Congress)।
ঠিক কী অভিযোগ এবিভিপি কর্মীর? ঘটনার পর নিখিল রায় বলেন, “আমি বেরিয়েছিলাম বন্ধুদের সঙ্গে চা খেতে। সেই সময় ফোন আসে। আমার ভাই জানায় যে বোম পড়েছে। আমি ১০ মিনিটের মধ্যে নিজের ঘরে এসে দেখি গোটা ঘরে কাচের টুকরো পড়ে রয়েছে। ধোঁয়া-ধোঁয়া হয়ে রয়েছে। এরপর আমি থানায় খবর দেই। থানার ওসি-আইসিরা আসেন।এগুলো তৃণমূল ছাড়া আর কেউ করেনি। আগে কলেজে মার খেয়েছি।এখন বাড়িতে চলে এসেছে। কতদিন চলবে এইসব।”
অন্যদিকে, এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, “আমরা শুনেছি যে নিখিলের বাড়িতে বোমা পড়েছে। তবে আমরা জানি যে ওর বাড়ির বাইরে বেআইনি কাজ-কারবার চলত। অনেক সমাজবিরোধীদের যাতায়াত ছিল। আমি পুলিশকে বলব সঠিক তদন্ত করতে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।” ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ।