তৃণমূল ছেড়ে BJP-তে যোগদানের জের! দুর্গাপুরের ক্লাবে তালা ঝুলিয়ে দিল পুলিশ, জোর শোরগোল

   

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য মিটেছে ২০২৪ লোকসভা ভোট (Loksabha Vote)। তবে দিকে দিকে উঠে আসছে ভোটের পরের অশান্তির চিত্র। এবার তৃণমূল (Trinamool) ছেড়ে বিজেপিতে (BJP) যোগদানের করায় দুর্গাপুরের (Durgapur) এক ক্লাবে তালা ঝুলিয়ে দিল পুলিশ। হ্যাঁ একদমই তাই। ভোটের আগে ক্লাব সভাপতি তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। আর এরই মধ্যে পাল্টা ময়দানে নামল পুলিশ। ক্লাবে তালা মেরে চলল দাদাগিরি।

জানা গিয়েছে ভোটের কিছুদিন আগেই শাসকদলের ঝান্ডা ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন দুর্গাপুরের জঙ্গলমহলের ক্লাব সভাপতি অভিষেক রায়। সেই দোষের সাজা দিতেই পুলিশ ক্লাবে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। ক্লাব সভাপতি জানান, বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে লোকসভা ভোট ছিল গত ১৩ মে। তার ঠিক একমাস আগে তিনি বিজেপিতে যোগদান করেন।

অভিষেকবাবুর অভিযোগ, তিনি বিজেপিতে যোগদান করা নিয়েই ক্ষোভ। আর সেই ঘটনারই পাল্টা সেই ক্লাবে তালা মেরে দেয় পুলিশ। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। যা নিয়ে প্রশ্ন উঠছে তাহলে কী বিজেপিতে করা অপরাধ!

tmc bjp flag

আরও পড়ুন: বজ্রপাত সহ ঝড়-বৃষ্টি! গরম কাটিয়ে আজ ভিজবে দক্ষিণবঙ্গের ১০ জেলা: আবহাওয়ার খবর

ভোটের পরেরদিন এভাবে ক্লাবে তালা মেরে দেওয়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও তৃণমূলের পাল্টা দাবি, এর মধ্যে রাজনৈতিক কোনো বিষয় নেই। একজনের বিজেপিতে যোগাদান করায় ক্লাব বন্ধ করা হবে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। যা করেছে প্রশাসন করেছে। হয়তো পুলিশ কোনো ভুল খুঁজে পেয়েছে তাই প্রশাসনিকভাবে ওই ক্লাবে তালা মেরে দেওয়া হয়েছে। যদিও কেন ক্লাব বন্ধ করা হল সেই বিষয়ে কোনো নোটিস দেয়নি পুলিশ। পুলিশের সাথে যোগাযোগ করা হলেও তারা প্রতিক্রিয়া দিতে চায়নি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর