বাংলা হান্ট ডেস্কঃ মাঝে আর মাত্র একটা দিন। ৩১ ডিসেম্বর রাতেই বর্ষবরণের (New Year) আনন্দে মেতে উঠবে গোটা দেশ। রাজ্যের নানান প্রান্তে আয়োজিত হবে বিভিন্ন পার্টি। দেদার খানাপিনার সঙ্গে অনেকে আবার সুরাপানও করবেন। এর জেরে যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে, সেই জন্য ট্র্যাফিক পুলিশের (Police) তরফ থেকে আগেই গাড়ি এবং বাইক চালকদের সতর্ক করে দেওয়া হল।
বর্ষশেষের রাতের আগেই কড়া বার্তা পুলিশের (Police)!
৩১ ডিসেম্বর রাতটা অধিকাংশ মানুষই হইহুল্লোড় করে কাটান। তবে এদিন যাতে কেউ সুরাপান করে স্টিয়ারিংয়ে হাত না রাখেন, সেটা সুনিশ্চিত করতে এবার কড়া বার্তা দিল ট্র্যাফিক পুলিশ। গাড়ি চালকদের পাশাপাশি বাইক চালকদেরও সতর্ক করে দেওয়া হয়েছে। দুর্গাপুর ট্র্যাফিক বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, বর্ষশেষের রাতে মদ্যপ চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রুজু করা হবে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ মামলা (Drink and Drive)।
বর্ষশেষের রাতে শহরের নানান প্রান্তে পার্টির আয়োজন করা হচ্ছে। সিটি সেন্টারের একাধিক হোটেল, বেনাচিতির কয়েকটি মলে পার্টির বন্দোবস্ত করা হবে বলে খবর। অনুমান করা হচ্ছে, প্রত্যেকটি স্থানেই ভিড় উপচে পড়বে। প্রচুর খাওয়াদাওয়ার পাশাপাশি অ্যালকোহলেরও আয়োজন থাকবে। এমতাবস্থায় মদ্যপ গাড়ি এবং বাইক চালকদের ধরার জন্য ট্র্যাফিক গার্ডের বিশেষ ফোর্স রাস্তায় থাকবে। সেই সঙ্গেই শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে যাতে কোনও রকম বিশৃঙ্খলা না হয়, সেটা রুখতে পুলিশ (Police) এবং সিভিক ভলেন্টিয়ারদের মোতায়েন করা হবে।
আরও পড়ুনঃ দিন দিন হুড়মুড়িয়ে বাড়ছে আলুর দাম! নেপথ্যে কারণ কি? রাজ্যের তদন্তে ‘ফাঁস’ হল ‘আসল’ ঘটনা
এই প্রসঙ্গে দুর্গাপুর ট্র্যাফিকের ওসি সন্দীপ সোম বলেন, ‘বছরের শেষ দিনে মদ্যপান করে গাড়ি কিংবা বাইক চালালে মামলা রুজু করা হবে। একজন মদ্যপ চালকের ভুলে দুর্ঘটনা ঘটবে, কেউ আহত, কারোর প্রাণহানি ঘটবে, এটা বরদাস্ত করা হবে না’।
এখন প্রশ্ন হল, শরীরে কতখানি অ্যালকোহল থাকলে মামলা দায়ের করা হবে? এই বিষয়ে ট্র্যাফিক বিভাগের একজন কর্মী বলেন, ‘১০০ মিলিগ্রাম রক্তে যদি ৩০ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া যায়, তাহলে সেই চালককে মদ্যপ হিসেবে ধরা হবে’।
বর্ষশেষের রাতের আগে কড়াকড়ি হলেও মদ্যপ চালকদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের কারণে বহু মানুষ সচেতন হয়েছেন বলে জানিয়েছেন ট্র্যাফিক বিভাগের ওসি। তিনি বলেন, ’২৫ ডিসেম্বর রাতে দুর্গাপুর, মুচিপাড়া এবং দুর্গাপুর ট্র্যাফিক গার্ড- এই ৩টি স্থানে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের কোনও মামলা হয়নি’। এবার বর্ষবরণের রাতের আগেও দুর্গাপুর ট্র্যাফিক পুলিশের (Police) তরফ থেকে কড়া বার্তা দিয়ে দেওয়া হল।